মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটিতে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশটির কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। দেশটির গণমাধ্যম দ্যা স্টার এ খবর নিশ্চিত করেছেন।
তবে নিহত তিন বাংলাদেশিদের নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন (২৯) জানান, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। বাড়ি থেকে বেরিয়ে দেখতে পান ভুক্তভোগীদের সহকর্মীরা ছোটাছুটি করছেন।
এদিকে উদ্ধার অভিযানের অপারেশন কমান্ডার আহমেদ আলফারা বিন মোহাম্মদ জিন জানিয়েছেন, যখন দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় ততক্ষণে মারা গেছেন তিনজনই। বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়।