অস্ট্রেলিয়া প্রবাসী আইভি রহমানের ৩ বই
আইভি রহমানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। স্কুল কলেজ পেরিয়ে পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একজন আইনজীবী হলেও তিনি লেখালেখিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্তমান আবাস অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানরেরাতে। যোজন যোজন মাইল দূরে থাকলেও বুকের সবটুকু জুড়ে দেশের জন্য লেখকের অস্থিরতা। দেশের গণ্ডিতে লেখক আর নিজেকে গুটিয়ে রাখতে পারেননি, প্রবাসে বসেও দ্যুতি ছড়িয়েছেন দারুন ভাবে। বিদেশের মাটিতে বসেও তিনি নিয়মিত লিখেছেন নিউ ইয়র্কের বহুল জনপ্রিয় পত্রিকা 'ঠিকানা'তে, লিখেছেন সিডনি থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাগুলোতে। লিখেছেন বাসভূমি, বাংলা সিডনি, কানাডার বাংলা কাগজ এবং মধ্যপ্রাচ্যের 'অভিক'র মত ওয়েব পত্রিকা গুলোতে। লিখেছেন সুইডেন থেকে প্রকাশিত প্রজন্ম একাত্তরে। জার্মানি থেকে প্রকাশিত অরিত্রতেও তার লেখার ছোঁয়া আছে। কবিতার ক্যানভাসেও তিনি পালক ছড়িয়েছেন।
এই লেখকের প্রকাশিত তিনটি বই হচ্ছে
১. রাজনীতির কবি, প্রকাশ করেছে মাহবুবুর রহমান বাবুর বইপত্র প্রকাশন
২. ক্যানভাসে কবিতার মুখ, প্রকাশ করেছে দিব্য প্রকাশ
৩. হার্ট অন ফায়ার, প্রকাশ করেছে মো. শাহাদাৎ হোসেনের অন্বেষা প্রকাশন
এসএস/এএস