নৌপরিবহন প্রতিমন্ত্রীর দুবাই এক্সপো-২০২০ পরিদর্শন
ছবি : সংগৃহীত
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদল সম্প্রতী দুবাইয়ের জেবেল আলী মুক্তাঞ্চল এবং জেবেল আলী বন্দর পরিদর্শন করেন। এই সফরের সময় তারা এক্সপো ২০২০ দুবাই-তে ডিপি ওয়ার্ল্ড প্যাভিলিয়নও পরিদর্শন করেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন সচিব ও প্রধানমন্ত্রীর দপ্তরের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রপার্টির (পিপিপি) সিইও সুলতানা আফরোজ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহানসহ অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাবৃন্দ।
বন্দর, রেল নেটওয়ার্ক ও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালসহ বাংলাদেশের সাপ্লাই চেইন অবকাঠামোর উন্নয়নে ডিপি ওয়ার্ল্ড এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। অবকাঠামো উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিষয়ে দুই সরকারের মধ্যে ২০১৯ সালে সংঘটিত চুক্তির আওতায় এই বিনিয়োগ করা হবে।
টিটি/