সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কানাডায় জমকালো বৈশাখী মেলা অনুষ্ঠিত

বৈশাখ মানে বাংলা নববর্ষ,পরিবর্তন আর ঝোড়ো রুদ্র আলোড়নের প্রবাহে নুতনকে গ্রহণ করা। যাপিত জীবন পরিক্রমার মলিনতার, নির্বোধ মিথ্যাচারের আর মানবিক দুর্দশার বোবাকান্না মুছে সভ্যতার আলো নিয়ে নুতন ভাবে বাঁচার অঙ্গীকার নিয়ে আসা বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির এক কথায় মূল ধারক ও বাহক যা বাংলার সহস্র বৎসরের ইতিহাস, ঐতিহ্য, আচার-অনুষ্ঠান ইত্যাদি সব দিক লালন করেl বাংলাদেশি ও বাঙালিরা সোনালী আশায় পুরানো বছরের ব্যর্থতা, নৈরাশ্য, গ্লানি ভুলে নতুন বছরকে সানন্দে বরণ করে নেন এক সুসমৃদ্ধ জীবনের প্রত্যাশায়। বাংলার নববর্ষের দিনটি সব বাংলাদেশি ও বাঙালি জাতির ঐতিহ্যবাহী দিন। শুধুমাত্র বাংলাদেশই নয়, ভারতের পশ্চিমবঙ্গে বাঙালির বিশেষ উৎসবের আমেজে পালিত হয়। ভারতের ত্রিপুরায় বাঙালিরাও এই উৎসবের আয়োজন করেন। এর পাশাপাশি বিশ্বময় বাঙালি ও বাংলাদেশিরা যে যেখানে আছেন তারা নিজ নিজ অবস্থান হতে ছোট বড় পরিসরে বিভিন্ন আয়োজন করেন l

দেশে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ও বাঙালির হৃদয়ে ' বৈশাখ' শব্দটি জীবনের বিভ্রান্ত বিভেদ আর ব্যথা ভুলে উৎসবের আমেজের এক হতে শেখায়l ভোজনরসিক বাঙালির যে কোনো আনন্দ উৎসবের অপরিহার্য অংশ হলো তাদের বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসের চর্চা l খাদ্য আর দেশজ পরিচ্ছদ, দেশজ কারুশৈলীর সমন্বয় ‘বৈশাখ উদযাপনের বিশ্বময়তার ধারাবাহিকতায় কানাডায় নোভা স্কোশিয়ার প্রদেশের রাজধানী হ্যালিফ্যাক্সের বেডফোর্ডের লায়ন্স ডেন ক্লাবে গত ১৪ ই মে ‘বাংলাদেশ কানাডা ফ্রেন্ডশিপ সোসাইটির (বি সি এফ এসের ) উদ্যোগে আয়োজিত হয় বৈশাখী মেলা ১৪২৯ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। দুপুর বারোটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থায়ী মেলার এই নানন্দিক আয়োজনে ছিল একেবারে লোকে লোকারণ্য l চমৎকার রঙিন হাতপাখা ও বিভিন্ন দেশীয় নকশার মঞ্চসজ্জার আবহে বিকাল সাড়ে চারটায় শুরু হয় সংষ্কৃতিক অনুষ্ঠান যা সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে l

উল্লেখ্য, যে গত এপ্রিল মাসে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উদযাপনের জন্য মে মাসে এই দিনে অনুষ্ঠানের সময় নির্ধারিত হয়েছিল l

হ্যালিফ্যাক্স ও নোভা স্কোশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সমাজ কর্মী, নীতি নির্ধারক সহ সবার শ্রদ্ধাভাজন কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে সপরিবারের উপস্থিত ছিলেন l অধ্যাপক ড. ফজলে সিদ্দিক, লিলি সিদ্দিক, অধ্যাপক ড. শামসুদ দোহা চৌধুরী, জেবুন চৌধুরী জুয়েল, অধ্যাপক ড. আশরাফ আল জামান, অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদ রহমান, তাহমিনা আক্তার ডালিয়া, ড. নুরজাহান বেগম, কাজী শাহ্জালাল, ডা. দিলরূবা রহমান সুরভী, ডা. তাহমিনা ওয়াহাব, আহসান রিজভী চৌধুরী, সাবিনা ইসলাম রেশমা, রহমান চৌধুরী, মাহমুদুল সুফিয়ানী, খসরুল কবির, আহসান রিজভী চৌধুরী, সাইয়েদা লায়লা নার্গিস কেয়া l উল্লেখ্য, যে আশির দশকের শুরু থেকেই হ্যালিফ্যাক্সের বাংলাদেশিদের বিভিন্ন উৎসবের ছোট বড় বিভিন্ন আয়োজনের মাধ্যমে সবাই উদোক্তা ও আহ্বায়ক হিসেবে একনিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন l

কানাডার হ্যালিফ্যাক্স বিসিএফ এসের এই আয়োজনে আমন্ত্রিত বাঙালি অতিথিসহ চারশর অধিক লোকের সমাগম ঘটেছিল, হ্যালিফ্যাক্সে বসবাসরত বাঙালিদের ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় বাংলাদেশি অভিবাসী ছাড়াও কানাডার সরকারের মূলধারার বিশিষ্ট জনপ্রতিনিধিরা এই আয়োজনে আমন্ত্রিত ছিলেনl তারা হলেন—এম এল এ আলী ডুয়ালে, এম এল এ এঞ্জেলা সিমন্ডস, এমপি লিনা ডিয়াব, হ্যালিফ্যাক্স রিজিওনাল মিউনিসিপ্যালিটির মেয়র মাইক স্যাভেজ ও কানাডার ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল পার্টির একজন নেতা বিশাল ভারওয়াজ, এনডিপি পার্টির লিডার গ্যারি বুঢ়িল। তার আমন্ত্রিতদের সঙ্গে মত বিনিময় করেন, বিভিন্ন স্টলের খাবার উপভোগ করেন, দেশজ পণ্য ক্রয় করেন এবং মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন l

কানাডার হালিফ্যাক্সে আয়োজিত সেদিনের এই আয়োজন পরিণত হয়েছিল কানাডার প্রবাসভিত্তিক বাঙালি ও বাংলাদেশিদের মনোরম সুন্দর এক মিলন মেলায় l আয়োজনে বাংলাদেশের ও বাঙালিদের জনপ্রিয় ও প্রচলিত ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও দেশজ বিভিন্ন কারু শৈলীর সমাহার ঘটেছিল। বৈশাখী মেলাতে খাবারের স্টলের পাশাপাশি ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আবাসন বিষয়ে বিশেষজ্ঞ এক্সিট রিয়ালিটির রিয়েল্টর মারভিন রোজারিওর একটি স্টল যার মাধ্যমে তিনি স্থানীয় সবার জন্য কানাডার হালিফ্যাক্সে বাংলাদেশিদের আবাসন/গৃহ ক্রয়ে, লিজ,সংক্রান্ত তথ্যে বিষয়ে আগ্রহীদের হ্যালিফ্যাক্স ভিত্তিক প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্য সঠিক ও সুন্দরভাবে মাতৃভাষায় ব্যক্ত করেন l

বাঙালি খাবারের বিভিন্ন স্টলে ফুচকা, পিঠা, দইবড়া ও দই ফুচকা, ঝাল মুড়ি, মাটন রেজালা, আচার, কালো ভুনা, বিভিন্ন স্বাদের বিরিয়ানি, পিঠা, গজা, জর্দা হালিম ইত্যাদি আবহমান বাংলার সংস্কৃতি লালিত দেশজ ও মোগলাই খাবারের এক মজাদার রসনা ময় সামঞ্জস্য ঘটেছিলl

খাবারের স্টলগুলোসহ ১৫টি স্টলে হ্যালিফ্যাক্সের স্থানীয় বাঙালি ও বাংলাদেশিরারা বিভিন্ন খাবার ও দেশজ দ্রব্যের পসরা সাজিয়ে বসেছিলেন l প্রতিটি স্টলের নামকরণ ছিল বাংলা শব্দ, ঐতিহ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বেশ চিত্তাকর্ষক l

লীয়া ও তার সহযোগীরা তাদের স্টলের নামকরণ করেছিলেন 'কাদম্বিনী ফুচকা ঘর' আর সাজিয়েছিলেন মুচমুচে জিলাপি, ফুচকা, চটপটি, আচার,পিঠার রকমারি সম্ভারে l হাবিব তার স্টলে সাজিয়েছিলেন ঝালমুড়ি সামোসা, পোলাউ, মাটন রেসিপি ও মুগ ডাল এর মজাদার স্বাদের কয়েকটি পদ l মাইশা তাজ ও সীমাত তাদের 'সাজ' শাড়ির স্টলে বিভিন্ন ধরনের শাড়ির সুন্দর সম্ভার রেখেছিলেন l কাকলি মজুমদার তার 'ঐতিহ্য' স্টলে সাজিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন স্বাদের ঐতিহ্যবাহীপিঠা যেমন ভাপা, দুধ পুলি, পাটিসাপ্টা ও ফুলঝুরি পিঠার সম্ভারে l সোনিয়া আফরোজ ও তানিয়া আফরোজ সাজিয়েছিলেন তাদের স্টল 'বাংলা ভর্তা' মুখরোচক স্বাদের আলু বেগুন শুটকি মজাদার দেশজ ভর্তা, কাবাব 'ভাজি, মিষ্টান্ন দিয়ে l

সাবরিনা শারমিন জুঁই ও তার সহযোগী তাহমিনা, নাদিয়া তাদের নিজস্ব ও বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন নারী উদ্যোক্তা সংগঠনের হাতে তৈরি পসরা নিয়ে তাদের ‘নোভা নারী’ স্টলে রেখেছিলেন সুন্দর সম্ভার l প্রদেশ নোভা স্কোশিয়া নামের সাথে সামঞ্জস্যরেখে নামকরণকৃত তাদের এই স্টলে, হাতে করা নকশি কাজের চাদর, হাতে তৈরি মালা ও চিত্র কর্ম, টি শার্ট, শাড়ি, বিভিন্ন বৈচিত্রময় সুন্দর গৃহ সজ্জার কারুপণ্যর সম্ভার ছিল l লামিয়া ও সহযোগীরা তাদের 'দর্জি বুটিক' স্টলে বাংলা দেশের বিভিন্ন শাড়ি, পোশাক, ‘ উপমহাদেশের কয়েকটি দেশের নাগরা জুতা সুন্দর সম্ভার রেখেছিলেনl ফাতিমা আক্তার ও আমির হাসিব খান তাদের স্টলে চটপটি পায়েস স্প্রিঙ রোল, ঝালমুড়ির, কাপকেক চিপস ও ললিপপ রেখেছিলেন lফারিস্তা ও সহযোগীরা তাঁদের 'ভুঁড়িভোজ ' স্টলে পোলাউ বিফ কালা ভুনা, কাটা মসলার বিফ, চিকেন রোস্ট ও বোরহানির'এই সব মজাদার পদের আয়োজন রেখেছিলেন l জলি, মিশু, সমীরণ, সৈকত, সঞ্জয় চৌধুরী, নবনীতা তাঁদের ' 'টক ঝাল মিষ্টি 'স্টলে বিভিন্ন স্বাদের মুখরোচক চপ যেমন আলুর,টুনার চপ ও সমুচা, মজাদার কাঁচা আমের শরবত, মালাই গজা ও বোরহানী আয়োজন রেখেছিলেন l
মারজান, রিনাত ও সিফাত তাদের 'খুশিতে ঠেলায় ঘুরতে ' এই স্টলে মুখায়বয়ব এর ফেস পেইনটিং, স্নাক্স ও বিরিয়ানি ইত্যাদির আয়োজন রেখেছিলেনl বিয়াস বিশ্বাস বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুই বাংলার বিভিন্ন ধরনের ইতিহাস ও ঐতিহ্য বাহী ভিত্তিক থিমে তার হাতে করা চিত্রিত কাঠের ম্যাট, ট্রে , বৈচিত্রেময় গহনা, চিত্রকর্ম গৃহসজ্জা সামগ্রীর পণ্য দিয়ে নান্দনিক ভাবে 'লাভইট'স্টলটি সাজিয়েছিলেন l হ্যালিফ্যাক্সে মুখরোচক বাংলা খাবারের জনপ্রিয় 'শেলীজ স্পেশ্যাল বাংলা কিচেন' র কর্নধার শেলী জুয়েল আপার অসাধারণ স্বাদের কয়েক রকমের বিরিয়ানি ‘ চিকেন ফ্রাই, মাংসর ইত্যাদির আয়োজন করেছিলেন l

আয়োজনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সীমাত, লিয়া ও নিপা l শুরুতেই রাঙামাটির রঙে তে চোখ জুড়ালো ' এই দেশাত্মবোধক সঙ্গীতের উচ্ছল পরিবেশনা দর্শকদের উপহার দেন রিনাত, মিশু, কাকলি, নিপা ও মৃত্তিকা। এর পর শিশুদের তিনটি পরিবেশনা হয়, 'আতা গাছে তোতা পাখি 'এই শিশুতোষ ছড়াটি পরিবেশন করেন এলিজা, তুরহান,আইদান ।'ওই দেখা যায় তাল গাছ' ছড়াটির সুন্দর পরিবেশনা করে ড্যানিয়েল ও জেইদান। একক ভাবে রবীন্দ্রসংগীত 'মায়াবন বিহারিণী' এই গানটির আবহে সঙ্গে প্রাণোচ্ছল অসাধারণ নৃত্য পরিবেশনা করে শিশু শিল্পী জুড়াইয়া l

আক্তার জামান তোমার আঁখির মতো আকাশের দুটি তারা ' জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেয়সীর চোখের প্রতি প্রেমিকের আহ্বান বিষয়ক গানের সুলোলিত পরিবেশনার মাধ্যমে একটি অসাধারণ আবহের সৃষ্টি হয়। এই শিল্পী পরবর্তীতে কে তুমি তন্দ্রাহারিনী এই গানটির সুন্দর পরিবেশনা করেনl এর পর লিয়া ও তার দল একটি দলীয় পরিবেশনার মাধ্যমে 'কমলায় নৃত্য করে ' এই গানটির সঙ্গে চমৎকার ভঙ্গিমায় নাচ পরিবেশনা করেন l

যন্ত্র সঙ্গীত পরিবেশনা পর্বে গিটারের শ্রুতিমধুর তালে সোনিয়া র সুরের ছোয়াঁ ' ও নদীরে একটি কথা সুধাই শুধু তোমারে ' যা অতিথি আমন্ত্রিতদের আনন্দময় এক ফেলে আসা নদীবিধৌত বাংলার স্মৃতিতে কিছু সময় আচ্ছন্ন করে l সোনিয়া পরবতী একটি পরিবেশনায় যন্ত্রসংগীতের অপূর্ব মূর্চ্ছনায় 'আগে কি সুন্দর দিন কাটাইতাম' এক অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ এই জনপ্রিয় গানের সুর তোলেন। শিশু শিল্পী জারিফ সুন্দর ও সপ্রতিভ উপস্থাপনা করে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিচিত্র স্বাদ' কবিতাটি l

রেহাম ‘আজ যে আকাশ' ও রিদা 'বেহুলা 'এই গানটি সাবলীল সুন্দর ভাবে পরিবেশনা করে। আবিদ রানার কণ্ঠে 'হৃদ মাঝারে রাখবো' গানটি ছিল বেশ শ্রুতিমধুরl লীয়া ও তার দল'এই বৈশাখের ঢাকে' আধুনিক ও দ্রুপদী ঢঙ্গের সংমিশ্রণে এই গানের সঙ্গে একটি দলীয় নৃত্য সুন্দর ভাবে পরিবেশন করেন। বড়োদের দলীয় সংগীতে মৃত্তিকা, নিপা, কাকলি,সিমাত, মিশু বাংলাদেশের জনপ্রিয় সোলস ব্যান্ডের গান 'এই মুখরিত জীবনের চলার বাঁকে ' এই গানটির সুন্দর দলীয় পরিবেশনা দর্শকদের দেশে ফেলে আসা জন্মভূমির শৈশবের স্মৃতির আবেশে আচ্ছন্ন করে নিয়ে যায় কিছু সময়ের জন্য। এরপর 'গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত' এই গানের মাধ্যমে শিশু শিল্পী শ্রেয়া, আদৃতা, পৃথু, সমিতা, রিদা আমাদের বাংলাদেশের ঋতু বৈচিত্র স্বরূপ তুলে ধরে।

একটি নাটিকার মাধ্যমে গ্রাম বাংলার বিভিন্ন পেশাজীবী সাধারণ বৃহত্তর জনগোষ্ঠী মানুষের প্রাত্যহিক জীবনের বিভিন্ন পরিচ্ছদের সাজ পোশাকে লীয়া তার দল একটি সুন্দর পরিবেশনা করেন। শিশু শিল্পী শ্রেয়া সাবলীলভাবে পরিবেশন কর' গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ' এই গানটি l ফ্যাশন শোতে শিশু কিশোর শিল্পীরা বাংলার দেশজ,ধ্রুপদী ও পাশ্চত্যের আধুনিক পোশাকের বিভিন্ন সাজে মঞ্চে উপস্থিত হন। শিশুদের পরিবেশনায় পৃথু ইমু ও আইউয়ানা সুন্দর ভাবে কবিগুরুর রচিত ' আমাদের ছোট নদী ' ছড়া কবিতা টি পরিবেশন করেন। জাতীয় কবি নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি 'বাগিচায় বুলবুলি তুই ' গানটি আবেদ রানা ও রিনাত সুন্দর ভাবে যুগল পরিবেশনা করেনl

অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নির্ভর কয়েকটি প্রশ্নমালার সমন্বয়ে একটি কুইজের আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ড. নুরজাহান বেগম ও জেবুন চৌধুরী জুয়েল, অধ্যাপক শামসুদ দোহা চৌধুরী l এ ছাড়া বিজয়ীদের তাদের বাংলাদেশের পারিবারিক বংশধারা অনুসারে নিজেস্ব জেলা ভিত্তিক উচ্চারণে কিছু বলতে অনুরোধ করা হয় ‘তারা সুন্দর ভাবে তা উপস্থাপনা করেনl বিসিএফ এসের প্রেসিডেন্ট আহসান রিজভী চৌধুরী এরপর ডোর প্রাইজের ড্র এর বিজয়ীদের নাম ঘোষণা করেন l

এই আয়োজনের সুন্দর ইতি টানেন নাগিব, বাপ্পি ও বি সি এফএসের প্রেসিডেন্ট আহসান রিজভী চৌধুরী বাংলাদেশের শিল্পী জেমস আইয়ুব বাচ্চু আর বাংলাদেশের কয়েকটি ব্যান্ডর গানের সুন্দর প্রাণবন্ত পরিবেশনা দিয়ে l

আরএ/

Header Ad
Header Ad

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা বা গ্ল্যামার নিয়ে নয়, বরং ব্যক্তিগত জীবনের একটি রহস্যজনক ইঙ্গিত নিয়েই সরব নেটিজেনরা। ৪৯ বছর বয়সেও তার স্টাইল ও সৌন্দর্যে মোহিত ভক্তরা, কিন্তু সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়ে পোস্ট করা একটি ছবিতে তাকে ঘিরে শুরু হয়েছে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

সবুজ মনোকিনিতে একটি ম্যাঙ্গো আইসক্রিম হাতে, খোলা চুল, চোখে সানগ্লাস আর মাথায় স্টাইলিশ টুপি পরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন আমিশা। সাধারণত এমন ছবিতে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। তবে এবার নজর কাড়ে তার পেট। নেটিজেনদের একাংশ মনে করছেন, ছবিতে ‘বেবি বাম্প’ স্পষ্ট। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে— “তিনি কি অন্তঃসত্ত্বা?” কেউ লিখেছেন, “বিয়ের আগেই বেবি?” আবার কেউ লিখেছেন, “হে ভগবান, এটা কি সত্যি?”

 

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

এ নিয়ে এখনও মুখ খোলেননি আমিশা। তবে এর আগে ১৯ বছরের ছোট নির্বাণ বিড়লার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। একটি ছবি ঘিরে তখনো নেটদুনিয়ায় বেশ আলোচনা হয়েছিল, যেখানে নির্বাণকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন আমিশা, আর নির্বাণও তেমনি প্রতিক্রিয়া দিয়েছিলেন।

বর্তমানে আমিশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটি নিছক গুজব, আলো ছড়ানো একটি ছবি, না কি সত্যিই জীবনের নতুন অধ্যায়—তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে অভিনেত্রী ভালোই জানেন কীভাবে দর্শকদের কৌতূহলী করে তুলতে হয়।

Header Ad
Header Ad

পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন। কাঁদছে স্বজন ও গ্রামের মানুষ।

তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। ভিডিও ফুটেজ দেখে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসির। রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারভেজের লাশ।

সন্তান হারানো শোকে আজোড়ে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভীন আক্তার। বাবা জসিম উদ্দিন যেন শোকে পাথর। এলাকার প্রিয়মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ।

মৃত্যুর আগের রাতে মায়ের সাথে শেষ কথা হয় পারভেজের। শেষবারের মতো ভিডিও কলে দেখেন ছেলের মুখ।

ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন বাড়ি এসেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন সাবেক ছাত্রদল নেতা বাবা জসিম উদ্দিন।

মা পারভীন আক্তার বলেন, 'যারা আমার ছেলেরে মারছে তাদের আমার সামনে আনো। আমি জিগাইতাম কেরে আমার ছেলের মারছে।'

বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার আর বাইচ্চা থাইক্যা কি অইবো। আমার ছেলেই তো নাই। হাত-পা ভাইঙ্গা রাখতো, সারাজীবন পালতাম, খালি বাবা ডাকটা শুনতাম। যারা আমার ছেলে মারছে তাদের প্রকাশ্যে ফাঁসি চাই।'

বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ। কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছে লাশ হয়ে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ আসে গ্রামের বাড়ি ভালুকার বিরুনীয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে। লাশ আসার পর সৃষ্টি হয় হৃদয় বিধারক পরিবেশ। পাগল প্রায় মা-বাবা-বোনের আহাজারিতে কান্নার রোল পড়ে।

পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করেছেন এলাকার মানুষ। এলাকায় স্বজন, ও ভালো ছেলে হিসেবে পরিচিত পারভেজ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানান স্বজন ও এলাকার মানুষেরা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ভিডিও ফুটেজে চিহ্নিত পারভেজের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান স্থানীয়রা।

পারভেজের পিতার ঘনিষ্ঠ বন্ধু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, পারভেজের বাবা বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। পারভেজ এলাকায় আসলে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি ও মিছিলে সবসময় অগ্রভাগে থাকতো।

এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার বিকেলে ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্থানীয়রা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। এ ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত আসামি করে বনানি থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন।

Header Ad
Header Ad

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির ধারা আরও এক ধাপ এগিয়ে গেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা ১৯ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কিউবাকে গতকাল একটি ই-মেইল পাঠানো হয়েছিল। আজ বিকেলে সেই ই-মেইলের জবাবে তিনি জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে তিনি আগ্রহী এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত আছেন।

জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও কিউবার মা বাংলাদেশের এবং বাবা জ্যামাইকান। ইতোমধ্যে সান্ডারল্যান্ডের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল বার্মিংহাম সিটির যুব দলে।

এর আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির ফুটবলার সামিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তার জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে এবং পাসপোর্টের আবেদন প্রক্রিয়াধীন।

ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়ার পথ ধরে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলার এই ধারা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই বিষয়টি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও বেড়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী