ব্রিটিশ বাংলাদেশিদের ধন্যবাদ জানালেন বরিস জনসন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সে দেশে বাস করা বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছাবার্তা জানিয়ে তৈরি করা একটি ভিডিওতে তিনি এ ধন্যবাদ জানান।
ভিডিওবার্তায় দেখা যায় বরিস জনসন বলছেন, ‘আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এ সময় আমি যুক্তরাজ্যে বাস করা বাংলাদেশিদের ধন্যবাদ জানাতে আনন্দ বোধ করছি। আপনারা আমাদের কোভিডের বিরুদ্ধে যুদ্ধে যে অবদান রেখেছেন সেজন্য এই ধন্যবাদ। এই মুহূর্তে বাংলাদেশি হাজারো চমৎকার চিকিৎসক এবং নার্স আমাদের এনএইচএস (ন্যাশনাল হেল্থ সার্ভিস)-এ কাজ করছেন। তারা রোগীদের সেবা করছেন, স্বাচ্ছন্দ্য দিচ্ছেন এবং অনেকের জীবন বাঁচাচ্ছেন।‘
তিনি বলেন, ‘বাংলাদেশি চিকিৎসক এবং নার্সদের এই প্রচেষ্টাকে সমর্থন জানাতে এবং তাদের নিরাপত্তার জন্য আমরা এখন যা করতে পারি তা হলো, যত দ্রুত সম্ভব তাদের করোনার বুস্টার ডোজ নিশ্চিত করা। তাই অনুগ্রহ করে আপনারা অনলাইনে যান এবং নিজের বুস্টার ডোজটি বুক করুন নিজেকে এবং সবাইকে অমিক্রন ভ্যারিয়্যান্ট থেকে রক্ষা করুন।’
বরিস জনসন বলেন, ‘যত দ্রুত আমরা সুরক্ষিত হব, তত দ্রুত আমরা এই নতুন ঝুঁকি এড়াতে পারব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের বন্ধুত্বের সম্পর্কের উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আবার সবুজ সুদিন ফিরিয়ে আনব। ব্রিটেন সেটি করবে।’
তিনি বলেন, ‘এই সপ্তাহে যুক্তরাজ্য বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা দিয়েছে কোভ্যাক্সের মাধ্যমে। সুতরাং নিজের ও পরিবারের সদস্যদের জন্য, বন্ধুদের জন্য বুস্টার ডোজ নিন এবং বাংলাদেশের সঙ্গে আগামী ৫০ বছরের বন্ধুত্বকে এগিয়ে নিই।’
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা’ উচ্চারণের মধ্য দিয়ে।
এএস/এএন