শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নির্বাচনে যে ২৪ দলের কোনও প্রার্থী জয়ের দেখা পাননি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিলেও আসন পেয়েছে মাত্র ৪টি দল। বাকি ২৪ দলের ভাগ্যে জোটেনি কোনো আসন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের নৌকা প্রতীকের ২২৪ জন, জাতীয় পার্টি লাঙ্গলের ১১ জন, কল্যাণ পার্টির একজন ও স্বতন্ত্র ৬২ জন জয়লাভ করেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও কল্যাণ পার্টি আসন পেলেও বাকি ২৪ দলের প্রার্থীরা কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। নির্বাচন কমিশনের দেয়া হিসাব অনুযায়ী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯টি আসনে, ইসলামী ঐক্যজোট ৪২টি আসনে, কৃষক শ্রমিক জনতা লীগ ৩০টি আসনে, গণফোরাম ৯টি আসনে, গণফ্রন্ট ২১টি আসনে, জাকের পার্টি ২১টি আসনে, জাতীয় পার্টি ২৬৫টি আসনে, জাতীয় পার্টি-জেপি ১৩টি আসনে, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৬৬টি আসনে নিজেদের প্রার্থী মনোনয়ন দিয়েছিল।

এছাড়া তৃণমূল বিএনপি ১৩৫টি আসনে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ১২২টি আসনে, বিকল্প ধারা বাংলাদেশ ১০টি আসনে, আওয়ামী লীগ ২৬৬টি আসনে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭টি আসনে, বাংলাদেশ কংগ্রেস ৯৬টি আসনে, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৬টি আসনে, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১টি আসনে, বাংলাদেশ জাতীয় পার্টি ৫টি আসনে, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ৫৬টি আসনে, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩৮টি আসনে, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ৫টি আসনে, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ৪৫টি আসনে, বাংলাদেশ মুসলিম লীগ ৪টি আসনে, সুপ্রিম পার্টি ৭৯টি আসনে, সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩টি আসনে, ওয়ার্কার্স পার্টি ২৬টি আসনে, সাম্যবাদী দল ৪টি আসনে ও গণতন্ত্রী পার্টি ১০টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবারের নির্বাচনে মোট ১ হাজার ৯৭১ জন প্রার্থী অংশ নিয়েছেন। দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ছিল ৪৩৬ জন।

Header Ad
Header Ad

মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত শনিবার (৫ এপ্রিল) শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন।

শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার কাজের ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসা করেন। বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ভারতীয় সম্পর্ক নিয়ে মোদি বলেন, “আমরা তাকে আপনার প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করতে দেখেছি। তবে আমরা সবসময়ই আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি।”

এছাড়া, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার দেশে ফেরত আসার বিষয়টি উত্থাপন করেন, তখন মোদির প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। শফিকুল আলম বলেন, “মোদি তার প্রতিক্রিয়ায় নেতিবাচক কিছু বলেননি। আমরা আশাবাদী যে একদিন শেখ হাসিনা ঢাকায় ফিরবেন এবং সেই মুহূর্তটি হবে শতাব্দীর সেরা বিচার।”

উল্লেখ্য, গত শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকটি ছিল দুই সরকারের প্রধানদের মধ্যে প্রথম বৈঠক, যেটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব আরও বলেন, “ভারতীয় প্রধানমন্ত্রী ইউনূসকে নিশ্চিত করেছেন যে, ভারতের বাংলাদেশে সম্পর্ক কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে।” তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা ভারতীয় সম্পর্ক চাই, তবে তা অবশ্যই ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে।”

এতে স্পষ্ট হয়ে উঠেছে যে, ভারত বাংলাদেশে নতুন একটি সম্পর্কের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে চায়।

Header Ad
Header Ad

নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

ছবি : ঢাকাপ্রকাশ

আকস্মিকভাবে নওগাঁ সদর হাসপাতাল, নওগাঁ মেডিকেল কলেজ ও সিভিল সার্জিন অফিস পরিদশন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য সেবা) অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর। শনিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় তিনি এই পরিদর্শন করেন।

হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করে প্রতিষ্ঠান দুটির পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন ও সমন্বয়ের মাধ্যমে জনগনকে সেবা প্রদানের নির্দেশ প্রদান করেন। পরে নওগাঁ সদর হাসপাতাল , নওগাঁ মেডিকেল কলেজ ও সিভিল সার্জন অফিসের উপস্থিত চিকিৎসকদের নিয়ে মত বিনিময় করেন।

মতবিনিময় সভায় নওগাঁয় চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এসময় বিএমএ এর সভাপতি ডাঃ মোঃ ইসকেন্দার হোসেন নওগাঁ মেডিকেল কলেজ নিয়ে বর্তমান সরকারের নেতিবাচক মনোভাব তুলে ধরেন। তিনি নওগাঁ জেলার জনসংখ্যা, জেলার ক্যাটাগরি এবং মেডিকেল কলেজের ফলাফল সন্তোসজনক উল্লেখ করেন। সেইসাথে সরকারের নেতিবাচক সিদ্ধান্ত বাতিল করে নওগাঁ মেডিকেল কলেজের বরাদ্দ ও দ্যূত স্থায়ী কাম্পাস প্রতিষ্ঠার দাবি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, বিএমএ এর নওগাঁ সভাপতি ডাঃ মোঃ ইসকেন্দার হোসেন, সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ জাহিদ নজরুল, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মুক্তার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম সহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। উপদেষ্টার কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৯ম থেকে ২০তম গ্রেডে ১৩ পদে ২৫৫ কর্মী নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম: প্রধান উপদেষ্টার কার্যালয়;

১. পদের নাম: সহকারী পরিচালক;

পদসংখ্যা: ২৬টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

 

২. পদের নাম: টেলিফোন ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

 

৩. পদের নাম: ফিল্ড অফিসার;

পদসংখ্যা: ১৭টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

 

৪. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

 

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৪টি;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

 

৬. পদের নাম: ওয়্যারলেস অপারেটর;

পদসংখ্যা: ২০টি;

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

 

৭. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

 

৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২০টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

 

৯. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১৩টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: জেএসসি বা সমমান পাস হতে হবে;

 

১০. পদের নাম: রিসিপশনিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

১১. পদের নাম: ফিল্ড স্টাফ;

পদসংখ্যা: ১০৯টি;

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

১২. পদের নাম: টেলিফোন লাইনম্যান;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

১৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২৪টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ মার্চ ২০২৫ তারিখে);

 

আবেদন ফি— টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫০ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদন যেভাবে— আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ২০ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

 

ছবি: সংগৃহীত

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’
সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক
২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এইচএসসি পাসেও আবেদন
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪
পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল
ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী
যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা রাজনীতি করার অধিকার রাখে না
লৌহজংয়ে কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ