ক্ষমতা কুক্ষিগত রাখতে চায় কর্তৃত্ববাদী সরকার: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত বর্তমান শাসকগোষ্ঠী অব্যাহত গতিতে নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে কারান্তরীণ করছে।
বর্তমান সরকারের প্রতি জনগণের ঘৃনা এতটাই তীব্র মাত্রা লাভ করেছে যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ পেলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে।
সেজন্য জনমতকে অগ্রাহ্য করে জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে জোর করে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায় কর্তৃত্ববাদী আওয়ামী অবৈধ সরকার।
বৃহস্পতিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘মিথ্যা মামলায় বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন নাছির এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ সরকারি নির্যাতনের আরেকটি চিত্র।’
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে নানাভাবে হয়রানী করার ধারাবাহিক সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবেই এ কেএম তৌহিদুল আলম মামুন এবং নাছির উদ্দীন নাছির এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘একেএম তৌহিদুল আলম মামুন এবং নাছির উদ্দীন নাছির এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’
এমএইচ/এমএমএ/