লাঠি নিয়ে এলে খবর আছে বলে হুঁশিয়ার করলেন কাদের
বিএনপি নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘লাঠি নিয়ে আসলে খবর আছে। সোজা পথে আসুন নির্বাচনে আসুন। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাবেন না।’
তিনি বলেন, ‘আমরা সতর্ক অবস্থায় আছি সক্রিয় আছি। জাতীয় পতাকার সঙ্গে লাঠি, এটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা, এটা আমরা মেনে নেব না। আমরা প্রস্তুত আছি।’
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজনে ‘নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্মারক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহুল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বিভাগীয় সমাবেশ করবে। দশটা করবে নাকি ১৫টা করবে সেটা তাদের কাছে প্রশ্ন করুন। ডিসেম্বরে আবার অবরোধ। আগের অবরোধ প্রত্যাহার না করে নতুন করে অবরোধ কেন? এই প্রশ্নটা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে করুন। তিনি কেন এটা করলেন। কেন এটা করতে যাচ্ছেন; কেন? ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামাতে হবে। তত্ত্বাবধায়ক সরকোরের ভূত নামিয়ে ফেলুন। সোজা কথা, সোজা পথে আসুন, নির্বাচনে আসুন।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। মেইন কাজ করবে নির্বাচন কমিশন। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাও থাকবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার তো শুধুমাত্র দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো একটা রুটিন সরকার থাকবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘সরকার না থাকলে, আপনাদের হাতে দেব? কত গণ আন্দোলন করলেন। ঘন ঘন বললেন গণ আন্দোলন করবেন। ১৩ বছর চলে গেল দেখতে দেখতে। রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, বর্ষার পর আন্দোলন, পর পর ১৪ বছরে কতবার যে আন্দোলনের ডাক দিলেন। দেখতে দেখতে ১৩ বছর গেল, আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৩ বছর মানুষ বাঁচে কয় বছর। বিএনপির আন্দোলনের হাঁক ডাকে আওয়ামী লীগ ভীত এমন উদ্ভট চিন্তা আমাদের কেউ করে না।’
বিএনপিকে উদ্দেশে করে বলেন, ‘আসেন মাঠে আসেন। লাঠি নিয়ে আসলে খবর আছে। জাতীয় পতাকার সঙ্গে লাঠি এটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা, এটা আমরা মেনে নেব না। আমরা প্রস্তুত আছি।’
’আওয়ামী লীগ সতর্ক অবস্থায় আছে ,সক্রিয় আছে। সতর্ক অবস্থায় সংযমী হয়ে আমরা থাকব রাজপথে। আমরা ছিলাম রাজপথ থেকে ক্ষমতায় এসেছি, আন্দোলন করে সেই আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না,’ যোগ করেন তিনি।
এসএম/এমএমএ/