‘গণতন্ত্র উদ্ধারে বাধা এলে জনগণকে নিয়েই প্রতিরোধ’
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন ও কর্মসূচিতে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণতন্ত্র উদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা এলে জনগণকে সঙ্গে নিয়েই তা প্রতিরোধ করা হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অধিকার আদায়ে কর্মসূচি সফল করবে জনগণ। কাজেই অনির্বাচিত সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে লাভ নেই। শহীদদের রক্ত বৃথা যাবে না, যেতে পারে না। পথে পথে বাধা আসবেই। বাধা এসেছে, সামনেও আসবে। বাধা অতিক্রম করেই মানুষ অধিকার আদায়ে পথে নেমে আসবে।
তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, যতদিন পর্যন্ত দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।’
সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, অনির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় থাকায় নতুন নতুন ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং আয়ের পথ হ্রাস পাচ্ছে। এই ধরনের অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। গুলি, টিয়ারসেল চালিয়ে কেউ বেশিদিন ক্ষমতা দখল করে রাখতে পারেনি, এই সরকারও পারবে না।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামসহ জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএ/