হাজারীবাগে সমাবেশের অনুমতি পেল বিএনপি
বিএনপিকে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধে শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বিএনপিকে মৌখিকভাবে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের দায়িত্বরত এক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, যুবলীগ এবং বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা বিএনপিকে অন্য জায়গায় সমাবেশ করতে বলেছি। সমাবেশের জন্য বিএনপিতে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, আজ ধানমন্ডিতে সমাবেশ করার জন্য যুবলীগ ও বিএনপি অনুমতি চেয়েছিল। কিন্তু উভয় পক্ষ একইস্থানে সমাবেশের অনুমতি চাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হতে পারে এমন শঙ্কায় কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বিএনপিকে হাজারীবাগে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ধানমন্ডি এলাকার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেন, পুলিশ আমাদের সমাবেশে ১৪৪ ধারা জারি করে। এরপরও আমরা সমাবেশের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা সমাবেশ স্থগিত করিনি পরে পুলিশ আমাদের অন্য জায়গায় সমাবেশ করতে বলছে।
কেএম/এসআইএইচ