'সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে'
বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, সরকারি দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।
নেতারা বলেন, ‘বিনা ভোটের এই কর্তৃত্ববাদী সরকার আগামীতে ১৪ এবং ১৮ সালের মতো আরেকটি বিনা ভোটের ভোট ডাকাতির নির্বাচন করতে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি ও নেতা-কর্মীদের বাড়ি-ঘরে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সরকারি দলের নেতা-কর্মীদের এ সব সন্ত্রাসী কর্মকাণ্ড দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।’
হামলা-মামলা করে পৃথিবীর কোনো স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারেনি উল্লেখ করে বর্তমান সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।
নেতারা, অনতিবিলম্বে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লার (বুলু) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়ালসহ নেতা-কর্মীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, শনিবার (১৮ সেপ্টেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে বিকালে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লার বুলু, তার স্ত্রী শামীমা বরকত (লাকী), বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মহিউদ্দিন ও শরিফ হোসেনের উপর অতর্কিত হামলায় চালানো হয়।
এদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এমএইচ/আরএ/