সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশ এখন আজিমপুরের কাছাকাছি: গয়েশ্বর
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকারে এসে সর্বপ্রথম প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন। কিন্তু সেই সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে এখন আজিমপুর বানিয়ে ফেলা হয়েছে’।
বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, 'প্রধান নির্বাচন কমিশনার সিএসই বলেছেন ভোটের দিন যদি কেউ তলোয়ার নিয়ে আসে তাহলে প্রতিপক্ষও পাল্টা রাইফেল নিয়ে নামবেন। প্রশ্ন হচ্ছে আমাদের যদি তলোয়ার এবং রাইফেল হাতে নিতে হয় তাহলে আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব কেন? তার আগেই তো আপনাদের বিদায় দেব। একটি সাংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কানি দেওয়া, জনমনে আতঙ্ক দেওয়া, ভোটকেন্দ্র শূন্য রাখার একটি প্রয়াস মাত্র। নির্বাচন কমিশনার বুঝেই এই কথা বলেছেন, উনি না বুঝে এই কথাটা বলেছেন সেটা মনে করবার কিছু নেই।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, 'ফয়সালা হবে রাজপথে। তাহলে সকলের পাগলামি দূর হবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পলায়ন করেছে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদেশের চারিদিকে যেভাবে কাঁটাতারের বেড়া তিনি পলায়ন করতে পারেন কিনা এই বিষয়ে সন্দেহ আছে।'
বাংলাদেশ আন্দোলন সংগ্রামে বারবার ইতিহাস ও নজীর সৃষ্টি করেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, 'এদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ও ডাকে। বাংলাদেশ পারে, জনগণ পারে। সুতরাং শ্রীলঙ্কার ঘটনা এখানে ঘটবে এই কথা আমি বলছি না। বাংলাদেশে যা ঘটবে পৃথিবীর মানুষ তখন শ্রীলঙ্কার ঘটনার কথা ভুলে যাবে। কারণ অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে সর্বপ্রথম তিনি (প্রধানমন্ত্রী) বললেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন। এখন বাংলাদেশ আজিমপুরের কাছাকাছি। সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে এখন আজিমপুর বানিয়ে ফেলা হয়েছে।'
তিনি বলেন, কুইক রেন্টাল এর নামে লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে। সেই টাকা আবার বিদেশেও পাচার করা হয়েছে। আর পদ্মা সেতুর ইস্টিমেট ছিল ১১ হাজার কোটি টাকা। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কলসালট্যান্ট প্রতিষ্ঠানকে বলেছিলেন, ১১ হাজার কোটি নয়, ১০ হাজার কোটি টাকার মধ্যে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করতে হবে। পদ্মা সেতু প্রকল্প কত টাকা ব্যয় হয়েছে তা এখনো আমরা জানি না। আরও কত ব্যয় হবে তাও আমরা জানি না। আমার দেশে গ্যাসের মূল্য বৃদ্ধি পায় গ্যাস দিতে পারে না, অথচ প্রতিবেশী দেশের সঙ্গে গ্যাস রপ্তানি চুক্তি করে তিনি (প্রধানমন্ত্রী) বসে আছেন। শুষ্ক মৌসুমে আমাদের দেশের মানুষ পানি পায় না, অথচ ফেনী নদীর পানি তাদের খাবারের জন্য দিতে হয়। বর্ষা মৌসুমে যখন তাদের পানি বৃদ্ধি পায় তখন সুইস গেটগুলো খুলে দিয়ে আমাদের পানিতে ডুবিয়ে মারে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো।'
দলের নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'যতক্ষণ নিশ্বাস আসছে ততক্ষণ শেখ হাসিনা পদত্যাগ করবেন না, তাকে পদত্যাগে থেকে বাধ্য করতে হবে। আর এই বাধ্য করার কাজটাই এখন আমাদের জন্য জরুরি। আমার একটাই কথা আপনারা যা বলেন তা করেন, প্রচারের জন্য কোনো কিছু করবেন না। কর্মহীন প্রচার ক্ষণকাল, প্রচারবিহীন কর্ম চিরকাল। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের বক্তব্য কেউ আর শুনতে চায় না। সবাই চায় অ্যাকশন। অ্যাকশন করলে সরকার যাবে, জনগণ পথে নামবে।
এমএইচ/আরএ/