বিএনপিই আগামীতে সরকার গঠন করবে: আমান উল্লাহ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অনেকের রক্তের বিনিময়ে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে আমরা পেয়ে ছিলাম গণতন্ত্র। সেই গণতন্ত্র আজ ভূলুন্ঠিত। মানবাধিকার ভূলুণ্ঠিত।
আজকে দেশের জনগণের ভোটাধিকার নেই। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র পুনঃউদ্ধারের জন্যে এই বাংলাদেশে, এই ঢাকার মাটিতে শীঘ্রই আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। এবং সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অবৈধ, ভোট চোর, ভোট ডাকাত, নিশিরাতের আওয়ামী সরকারের পতন হবে। এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তারপর হবে নির্বাচন। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিলে বিএনপিই আগামীতে সরকার গঠন করবে।’
শনিবার (২ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানাধীন ২৯, ৩১, ৩২, ৩৩, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সন্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ বলেন, বন্যাকবলিত এলাকায় মানুষের মধ্যে খাবার নেই। মানুষের মধ্যেহ হাহাকার চলছে। অথচ এ আওয়ামী সরকার দেশের বানবাসী মানুষের দিকে নজর দিচ্ছে না। সরকারের কাছ থেকে আশানুরূপ এাণ যাচ্ছে না।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, অবৈধ ও নিশিরাতের আওয়ামী সরকারকে হঠাতে গণআন্দোলনের জন্য যেকোনো সময় ডাক আসতে পারে, তার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।
সন্মেলনে ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে ৩৪ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট মাসুম খান রাজেশ সভাপতি ও ওসমান রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির ৮টি সাংগঠনিক জোনের ২৬টি থানাধীন ৭১টি ওয়ার্ডের সন্মেলন গত ১ জুন ২০২২ ইং শুরু হয়ে ২ জুলাই পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির আওতায় ৭১টি ওয়ার্ডের সন্মেলন শনিবার শেষ হলো।
এমএইচ/এমএমএ/