সরকার নিজ স্বার্থে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করছে: খন্দকার মোশাররফ
সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যাকে ইচ্ছে তাকে ছাড় দিচ্ছে আর জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, আজকে যারা সরকারে আছে তারা জনগণের সরকার নয়। জনগণের কথা চিন্তা করে না, তারা নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে কীভাবে ক্ষমতায় থাকবে সেই কৌশল করে। তাই প্রতিবেশী রাষ্ট্রের উজান থেকে নেমে আসা পানিতে দেশের একটি বৃহৎ অংশ ভেসে গেলেও তারা জোরালো দাবি উত্থাপন করে কথা বলতে সক্ষমতা দেখাতে পারে না। কারণ তাদের পররাষ্ট্রনীতি নতজানু, যার জন্য রোহিঙ্গাদেরও ফেরত পাঠাতে পারে না।
শুক্রবার (১ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা এবং ভয়াবহ বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
বর্ষীয়ান এই নেতা বলেন, অনৈতিক সরকার অনৈতিক সিদ্ধান্তের বাইরে যেতে পারে না যার বড় প্রমাণ পাচার করা অর্থ বেশি ফিরে আনার সুযোগ দেওয়া। তাই এদের কাছ থেকে কিছু আশা করতে পারি না।
তিনি বলেন, আগামী দিনে আমাদের একমাত্র চ্যালেঞ্জ এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এদের পতনে বাধ্য করতে হবে, অবৈধ সংসদ বাতিল করতে হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণ নিজের ভোট নিজে দেবে মেশিনের মাধ্যমে নয়, সেই ব্যবস্থা করতে হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাধীনভাবে রাজনীতি করার জন্য দেশে পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে।
মোশাররফ হোসেন বলেন, আমরা আইয়ুব খান ও এরশাদের পতন এ ঢাকা শহরে ঘটিয়েছি, ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ সরকারের পতনও ঢাকা শহরে ঘটাতে হবে।
বানোয়াট মামলায় ফরমায়েসি রায়ে কারাদণ্ডপ্রাপ্ত হয়ে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা- এমন দাবি করে দলটির সিনিয়র এ সদস্য বলেন, বর্তমানে সাময়িক মুক্তিতে থাকলেও খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি অসুস্থ কারণ তাকে নির্জন কারাগারে একাকীত্মে অমানবিক পরিবেশে রাখা হয়ে ছিল। এখন এ সরকার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি এতটাই অসুস্থ যে তার চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে বাংলাদেশে উনার চিকিৎসার অবকাঠামো দিক নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু কর্ণপাত করেনি সরকার। বরং তারা সাময়িক মুক্তির সময় শর্ত জুড়ে দিয়েছে যে খালেদা যে বিদেশে যেতে পারবেন না। কাজেই শর্ত উঠিয়ে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেবে এ সরকার সেটা আশা করাও সম্ভব নয়। কারণ তাদের একমাত্র অস্ত্র হচ্ছে- খালেদা জিয়া ও তারেক রহমানকে দমিয়ে রেখে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আব্দুস সালাম আজাদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ। সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এসএন