স্লুইসগেট খুলে দিয়ে ভারত রাজনৈতিক অপরাধ করেছে: জাফরুল্লাহ
গজল ডোবার সব স্লুইসগেটগুলো খুলে দিয়ে ভারত রাজনৈতিক ও আন্তর্জাতিক অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, অন্যায় হলো গজল ডোবার সব স্লুইসগেটগুলো আমাদের না জানিয়ে অতর্কিতভাবে খুলে দেওয়া। এটা একটা রাজনৈতিক অপরাধ করেছে তারা। এটা আন্তর্জাতিক অপরাধ।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ সব কথা বলেন। গণঅধিকার পরিষদ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বাজেট প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী যে ভুলটা করছেন— সেটা হচ্ছে আমাদের বোকা বানাচ্ছেন। একটা বাজেট করেছেন সেখানে একটা শব্দ নেই কিভাবে গণতন্ত্র আসবে। কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে। নাকি উনারা এইটা দখল করে রাখবেন। প্রতিটা ক্ষেত্রে ভুল। এখানে ক্ষুদ্রখামারি-শ্রমিক তার জন্য কোনো বরাদ্দ নেই। তার চাইতেও বড় কথা, বাংলাদেশে ১২-১৩ লাখ রোহিঙ্গা এসেছিল। এখন হয়ে গেছে ২৫ লাখ। আগামী ১০ বছরে এটা আরও বাড়বে, তার জন্য কোনো বরাদ্দ নেই।
তিনি বলেন, ‘তবে একটা ভালো কাজ করেছে আমাদের পরিসংখ্যান বিভাগ আছে তার বাজেটা ৮০ ভাগ কেটে দিয়েছে। কারণ উনার খারাপ লাগছিল আর কত মিথ্যা কথা বলা যায়। সে জন্য পরিসংখ্যানের বাজেটা কেটে দিয়েছে ৮০ ভাগ। আইন বিভাগে আইন নেই, আলেমদের এখনো জামিন হয়নি। তাই আইন বিভাগে বাজেট কেটে দিয়েছে কারণ যেই বিচারপতিদের কোমরে জোর নেই, মেরুদণ্ড সোজা না তাদের পয়সা দিয়ে পেলে লাভ কি।’
জনগণের অধিকার ফেরত পেতে রাজপথ দখল করে সরকারকে বাধ্য করতে হবে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের অধিকার ফেরত দিতে বাংলাদেশকে ১৫ থেকে ১৭টা প্রদেশে ভাগ করতে হবে। তাহলে দেখা যাবে এখানে যারা উপস্থিত আছে তাদেরও দু একজন মূখ্যমন্ত্রী হয়ে যাবে। তারা মূখ্যমন্ত্রী হলে নতুনত্ব দেবে। আমাদের সততা আনবে, উদাহরণ সৃষ্টি করবে। ঘুষ কমাবে, দূর্নীতি কমাবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের এই ভবিষ্যতের বিজয় পথে আমি তোমাদের সঙ্গে আছি।’
সমাবেশে বক্তব্যে রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানসহ অনান্য নেতারা।
এমএইচ/আরএ/