মানুষকে তাচ্ছিল্য করে ত্রাণ দিচ্ছে সরকার: ইকবাল হাসান
ফাইল ছবি
দলের সাংগঠনিক কার্যক্রমের চেয়ে বন্যাকবলিত ‘বানভাসি’ মানুষদের সহায়তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির পক্ষ থেকে গঠিত ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, ‘কোনো নিদিষ্ট সংখ্যা নয় আমরা চেষ্টা করবো কীভাবে যত বেশি সংখ্যক বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো যায়। ১৪০ বছরের মধ্যেও এমন ভয়াবহ বন্যা হয়নি। সেই সময়ে যখন এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন যে- ২০ লাখ টাকা আর কয়েক টন চাল সিলেটের জন্য বরাদ্ধ করা হয়েছে। আমি মনে করি, এটা জনগণের সঙ্গে ব্যঙ্গ করা। তবে ব্যঙ্গ তারা করতেই পারেন, কারণ তাদের তো জনগণের ভোটের প্রয়োজন পড়ে না। তাই তাচ্ছিল্য করে তারা ত্রাণ দিচ্ছে।’
রবিবার (১৯ জুন) চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ কমিটির সভা শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু এসব কথা বলেন। সিলেট-সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ‘ত্রাণ বিষয়ক কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলায় ইতিহাসে ১০০ বছরে এমন ভয়াবহ বন্যা হয়নি দাবি করে ইকবাল হাসান বলেন, বিএনপি গণমানুষের দল হিসেবে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে দলের নেতাকর্মীরা রিলিফ সহায়তা শুরু করেছে। আমরা যেন চলমান রিলিফ অপারেশনকে বন্যা দুর্গত মানুষের দরজায় পৌঁছাতে পারি সেই লক্ষ্য নিয়ে যৌথ সভায় বসে ছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দলের নেতাকর্মীরা বন্যাকবলিত মানুষের কাছে বিএনপির ব্যানারে ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে এবং প্রতিটি অঙ্গ-সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে বন্যাকে কেন্দ্র করে একটি কমিটি গঠন করে কার্যক্রমকে গতিশীল রাখবে। গঠিত কমিটির কাজ হচ্ছে কার্যক্রম মনিটরিং করা। সেজন্য আগামী দু'দিনের মধ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করে প্রতিবেদন আকারে ত্রাণ কমিটির কাছে জমা দিবে।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা সিলেট থেকে যে রিপোর্ট পেয়েছি সেখানে আমাদের দলের নেতাকর্মীরা প্রায় ১০ হাজার মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে। একই সঙ্গে বড় বড় নৌকা ভাড়া করে পানিবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এজন্য আমাদের পক্ষ থেকে শতাধিক নৌকা ব্যবহার করা হচ্ছে। যদিও বন্যা কবলিত এলাকায় নৌকার অনেক অভাব রয়েছে, সময় মতো নৌকাও পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে ছাতকে দলের নেতাকর্মীরা ১০ লাখ টাকা মানুষের কাছে বিতরণ করেছে। এটা সিলেটের মানুষের কাছেও লক্ষণীয় যে বিএনপি মানুষের জন্য কাজ করছে।
তিনি আরও বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপি মানুষের পাশে আছে। বন্যাকে আমরা তিনভাগে ভাগ করেছি। যারা পানিবন্দি হয়ে আছে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া, বন্যাকবলিত মানুষ যখন তার গৃহে পৌঁছাবে তখন গৃহনির্মাণ ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দেওয়া, বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়া ফসলি জমিতে যাতে কৃষকরা প্রয়োজনীয় চাষাবাদ করতে পারে সেজন্য কৃষকদলের পক্ষ থেকে কৃষি উপকরণ সরবরাহ করা হবে। তবে গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে করতে পারছি কি না সেজন্য আগামী ২১ জুন আবারও বৈঠক করা হবে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফরি তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল হাসান শ্রাবণ, সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল প্রমুখ।
এমএইচ/এসজি/