দায়মুক্তি দিলে চোরেরা হবেন শ্রেষ্ঠ করদাতা: পীর ফজলুর রহমান
প্রস্তাবিত বাজেটে বিদেশে পাচারকৃত অর্থ ফেরাতে সরকার যে উদ্যোগ রেখেছে তার কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। তিনি বলেন, বাজেটে অর্থ পাচারকারীদের দায়মুক্তির যে সুযোগ রাখা হয়েছে, এই সুযোগ থাকলে এই অর্থ চোরেরা হয়ে যাবে শ্রেষ্ঠ করদাতা।
রবিবার (১২ জুন) বিকালে সংসদ অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সম্পূরক বাজেটের ওপর আলোচনা চলছে।
পীর ফজলুর রহমান বলেন, ‘অর্থমন্ত্রী বাজেটে যে দায়মুক্তি নিয়ে আসছেন, বিদেশে টাকা পাচার করা অর্থ দেশে নিয়ে আসলে দায়মুক্তি দেওয়া হবে; এদিকে আমি সমর্থন করি না। যারা অর্থ পাচার করেছে যারা অবৈধভাবে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, না হলে মানি লন্ডারিং আইন এগুলো তো কোনো দরকার নেই বাংলাদেশে।’
তিনি বলেন, ‘যদি বিদেশে অর্থপাচার করে সেটাকে আবার বৈধ করা যায় ট্যাক্স দিয়ে, এটা যদি করেন অনেকে সন্দেহ করছে তাহলে আরও বিশাল একটি গোষ্ঠী হয়তো তারা সেই টাকা বিদেশে পাচার করে বৈধভাবে দেশে আনার জন্য তারা বসে আছেন। এটি বাস্তবায়ন হলে তাদের সেই উদ্দেশ্য সফল হবে। যারা অবৈধভাবে টাকা অর্জন করেছেন লুটপাটের মাধ্যমে তারা সেই টাকাটা বৈধ করার জন্য নিয়ে বসে আছেন। এটি দায়মুক্তি দিলে মানুষ উৎসাহিত হবে অবৈধ টাকা রোজগারের জন্য। যেখানে দিনরাত পরিশ্রম করছেন স্বাভাবিক জীবনযাপনের জন্য, একটা মানসম্পন্ন জীবন যাপনের জন্য সেখানে কিছু মানুষ অবৈধভাবে লুটপাট করবে আর সেটা বিদেশে পাঠাবে পরে আবার বিদেশ থেকে নিয়ে এসে সামান্য একটা ট্যাক্স দিয়ে তিনি আবার সমস্ত কিছু বৈধ করে ফেলবেন। পরে দেখা যাবে শ্রেষ্ঠ করদাতা পুরস্কার পেয়ে যাবেন এই অর্থ চোরেরা। চোরেরা হয়ে যাবে শ্রেষ্ঠ করদাতা।
এসএম/এমএমএ/