অর্থ পাচারকারীদের রক্ষার, গরীব মারার বাজেট: ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ
আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে লুটেরা-দুর্নীতিবাজ-মজুদদার-ঘুষখোর ও অর্থ পাচারকারীদের রক্ষার বাজেট বলে আখ্যা দিয়েছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।
শনিবার (১১ জুন) এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে একদল মানুষ যখন দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে তখন সরকার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে বৈধতা দেয়ার ঘোষণা দেশবাসীকে ব্যাথিত করেছে।
তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে বাজেটে লিটারে আরও ৫ টাকা মূল্য বৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা এর শামিল।’
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, দেশের টাকা বিদেশে পাচারকারীদেরকে কোনো রকম সুযোগ দান নয় বরং তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি দাঁড় করানো দেশবাসীর প্রাণের দাবি।
এমএমএ/