খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: শামসুজ্জামান
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের ভূমিকায় তাজ্জব লেগেছে। এই সরকার মানুষকে খাওয়াতে পারে না। চালের দাম, তেলের দাম এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম হুহু করে বাড়ছে না। এটা কল্পনা করা মুশকিল।
শনিবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে 'প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে তিনি এ কথা বলেন।
ভারতের বিজেপি নেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এ মানববন্ধন সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, সরকার দম্ভ করে বলছে এই বাজেট তারা ব্যবসায়ীদের জন্য দিয়েছে। ব্যবসা বান্ধব বাজেট। তাহলে আমরা কারা? এদেশের সাধারন জনগন, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তারা কারা? এই সরকার দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারে না। গুম,খুন, ধর্ষণ হচ্ছে এর বিচার মানুষ পাচ্ছে না।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সীতাকুণ্ডে হঠাৎ বিস্ফোরণে শত শত মানুষ নিহত হয়েছে। সরকার এখন পর্যন্ত যে মামলা দিয়ে সেই মামলায় মালিকপক্ষের কারো নামে নাই। দেশে চাকরি সংকট, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা কল্পনা করাও যায় না।
সরকারকে উদ্দেশ্য করে দুদু বলেন, নবী করিম (সা.) কে নিয়ে যে কটূক্তি করেছে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে আপনাদের প্রতিবাদ জানাতে হবে। আর প্রতিবাদ জানাতে না পারেন তাহলে গণভবন থেকে পদত্যাগ করে ভালোয় ভালোয় বাড়ি ফিরে যান। আমরা সম্প্রদায়িক না। ৯০ ভাগ মুসলমানের দেশ হলেও সকল ধর্মের লোকদের নিয়েই আমরা চলি। অন্য ধর্মের লোকেরা এর প্রতিবাদ জানালো সরকার একটি টু শব্দও করে নাই। এইজন্যে প্রতিবাদ করুন না হয় সরে যান।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে একমাত্র বাংলাদেশ বাদে। বাংলাদেশ কি মুসলিম দেশের বাইরে চলে গেল? যাদের আগে প্রতিবাদ করা উচিত ছিল তারাই চুপ করে আছে।
আমরা জানতাম ভারতের মানুষ লেখাপড়া জানে, আমরা জানতাম আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের আশ্রয় দিয়ে ছিল। কিন্তু এদের মধ্যে যে কিছু কুলাঙ্গার আছে এটা জানতাম না। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহধর্মিনী কে নিয়ে যে কটূক্তি করেছে তার নিন্দা ও ঘৃনা জানাই।
বিএনপি’র পক্ষ থেকে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। বিজেপির সেই নেতাকে বহিষ্কার করার পরে বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।সেই কুলাংগার বহিষ্কার হয়েছে কিন্তু তার জেলে থাকার কথা ওর বিচার করা উচিত, আমরা তার বিচার দাবি করছি।
নেতাকর্মীদের তৈরি হওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, তৈরি থাকতে হবে। খালেদা জিয়া গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না এই সরকার। বিএনপি'র নেতাকর্মীদের টাকা দিয়ে তিনি চিকিৎসা নেবেন সেও সুযোগও দিচ্ছেন না। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সেইজন্যে তৈরি থাকতে হবে। এই জালিম সরকারকে পতন করতে না পারলে মুক্তিযোদ্ধাদের প্রতি শহীদ জিয়াউর রহমানের প্রতি এই দেশের প্রতি শ্রদ্ধা জানানো হবে না।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এমএইচ/এমএমএ/