কে জি মোস্তফার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
গীতিকবি, সাংবাদিক ও ছড়াকার কে জি মোস্তফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশিষ্ট কবি, গীতিকার, ছড়াকার ও কীর্তিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
সোমবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ সব কথা বলেন।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘জনপ্রিয় গানের গীতিকার কে জি মোস্তফার মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে কে জি মোস্তফা বেশ কিছু দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং সাহিত্য চর্চায় অনন্য প্রতিভার স্বাক্ষর রাখেন। অনেক হৃদয়স্পর্শী ও মনমাতানো গান রচনা করে তিনি সংগীতপ্রেমিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বিশিষ্ট কবি, গীতিকার, ছড়াকার ও কীর্তিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করি যেন তাকে জান্নাতবাসী করেন।’
শোকবার্তায় বিএনপি মহাসচিব কে জি মোস্তফার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী, সতীর্থ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল রবিবার (৮ মে) রাতে রাজধানীর একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে কে জি মোস্তফা মৃত্যুবরণ করেন।
এমএইচ/আরএ/