সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

দোষীদের সাময়িক ছাত্রত্ব বাতিল, সিট বাতিল ও সতর্ক করা হলো

লেখা ও ছবি : আতোয়ার রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

২৮ ফেব্রুয়ারি, সোমবার ময়মনসিংহের ত্রিশালের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’র ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা’র ২০১৯-’২০ শিক্ষাবর্ষের ছাত্র ওয়ালিদ নিহাদকে ব্যাপকভাবে মারধর ও গালাগালির ঘটনা ঘটেছে। এরপর আহত ও নির্যাতিত ছাত্রটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাবর তার হল এবং বিভাগের শিক্ষকদের মাধ্যমে লিখিত অভিযোগ করেছেন। তারপর তদন্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়টি দোষী ছাত্রলীগ নেতাকর্মীদের বিপক্ষে তাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করেছে।
মারধর ও গালাগালির শিকার নিহাদ তার শিক্ষকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগে বলেছেন, ‘কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক ও ছাত্র রাকিবুল হাসান রাকিব গ্রুপের ছাত্ররাজনীতি না করায় তাকে তার হলের রুমে ব্যাপকভাবে মারধর ও গালি দেওয়া হয়েছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তার রুমে এসে ১৫ জন ছাত্র নামধারী মিলে মেরেছে।’
৭ মার্চ, ২০২২ তারিখে এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ‘শৃঙ্খলা কমিটি’র জরুরী সভা বসেছে। শুরু হয়েছে বিকাল ৩টায়। কমিটির চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. সোমিত্র শেখরের নেতৃত্বে শিক্ষকদের আলোচনা হয়েছে। তারা রাত ১০টা পর্যন্ত টানা বৈঠক করেছেন। ভুক্তভোগী ও নির্যাতনকারীদের বক্তব্য একে, একে শুনেছেন। এরপর ব্যবস্থা গ্রহণ করেছেন।
সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র ও ছাত্রলীগের কমীকে। তাদের স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে জানতে চেয়ে কারণ দশানোর নোটিশ জারি করা হয়েছে। মোট আটজন ছাত্রের হলের সিট বাতিল করা হয়েছে। সতর্কীকরণ পত্র জারি করা হয়েছে চারজনের বিপক্ষে।
সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে নাট্যকলা ও পরিবেশনাবিদ্যার ছাত্র মোমেন সরকারকে। তিনি ২০১৪-’১৫ শিক্ষাবর্ষের ছাত্র। শ্রেণী রোল নম্বর-১৫১২৩১৩৬। তার সঙ্গী হয়েছেন তাদের ছাত্রলীগের কর্মী যাযাবর নাঈম নামে ক্যাম্পাসে পরিচিত ফোকলোরের ছাত্র আবু নাঈম আব্দুল্লাহ। তার শ্রেণী রোল নম্বর-১৬১২৩২৭০, ২০১৫-'১৬ শিক্ষাবর্ষের ছাত্র। তৃতীয় বহিস্কার আদেশটি পেয়েছেন সামিউল হক হিমেল। তিনি ২০১৬-’১৭ সেশনের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা’র ছাত্র, শ্রেণী রোল নম্বর-১৭১১২৮৩৮। একই বিভাগের ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের ও ১৯১২৩১২৭ রোল নম্বরের ছাত্র তানভীর আহমেদ তুহিনকেও সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এই চারজন আর ক্যাম্পাসের হলে ছাত্র হিসেবে বসবাস করতে পারবেন না। তাদের হল সিটগুলোও বাতিল করে সুপারিশ গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলা কমিটি আগামী ১৪ মার্চ বা ১৫ দিনের মধ্যে কেন তাদের প্রত্যেককে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না বা ছাত্রত্ব বাতিল করা যাবে না জবাব আবেদন আকারে লিখে দেবার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করার সুপারিশ গ্রহণ করেছে। তাদের সঙ্গী স্থানীয় সরকার ও নগর উন্নয়নের ১৭১২৩৮০৯ শ্রেণী রোলের ২০১৬-’১৭ সেশনের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী ও মারধরের ঘটনায় যুক্ত আবু সোলায়মান নাঈমেরও হলের সিট বাতিল করে দেওয়া হয়েছে। তার বিপক্ষে সতর্কীকরণ পত্র ইস্যুর সুপারিশ গ্রহণ করা হয়েছে। এই সতর্কপত্র প্রদান করা হয়েছে সঙ্গী-লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা’র সারজীল হাসানকে। তিনি ২০১৭-’১৮ সেশনের ছাত্র, রোল নম্বর-১৮১২৩১৩৫। তাদের অন্যতম মো. পলাশকে সতর্কীকরণ পত্র ইস্যুর সুপারিশ করা হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগে শ্রেণী রোল-১৯১২৪২৩৫ নিয়ে ২০১৮-’১৯ সেশনে ভতি হয়েছেন তিনি। তাদের অন্যতম জোবায়ের আহমেদ সাব্বিরকে সতর্কীকরণ পত্র ইস্যু করতে সুপারিশ করা হয়েছে। তিনি ইইএস (ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স সায়েন্স)তে পড়ালেখা করেন। তার শিক্ষাবষ-২০১৮-’১৯। শ্রেণী রোল-১৯১০২৯০৬। হল সিট বাতিল করা হয়েছে-২০১৭-'১৮ শিক্ষাবষের, ১৮১২৩৭৪৮ শ্রেণী রোল নম্বরের ‘জনসংখ্যা বিজ্ঞান’র ছাত্র মোহাম্মদ সৌরভ হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতির ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের ১৯১৩২৫২৩ রোল নম্বরধারী মো. ছনিক মিয়া, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের একই সেশনের ১৯১৩৩০১৮ রোল নম্বরের মো. মোজাহিদ হোসেন সজীবেও।
বিশ্ববিদ্যালয়ের গ্রহণ করা ব্যবস্থায় এই প্রতিজন ছাত্রের নামে গ্রহণ করা ব্যবস্থা ও যাদের সতক করা হয়েছে তাদের সতর্কপত্রের অনুলিপি রেজিস্টি ডাকযোগে তাদের বাড়ির ঠিকানায় অভিভাবকদের জানানোর জন্য প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। তারা ভবিষ্যতে কেউ তাদের বিপক্ষে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আবার কোনো বিশৃঙ্খলা ঘটালে এবং এমন কোনো ঘোরতর অন্যায়ে যুক্ত হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে সেই সুপারিশও গ্রহণ করা হয়েছে।
সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, ‌‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তাদের বিপক্ষে হওয়া তদন্ত কমিটির প্রদান করা প্রতিবেদনানুসারে ও নিরপেক্ষতার ভিত্তিতে দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তিনি জানিয়েছেন, ‘আমরা কোনো দল বিবেচনা করিনি। ন্যায়বিচারের প্রশ্নগুলোই গুরুত্ব দিয়েছি।’ ড. সৌমিত্র শেখর জানিয়েছেন, ‘আইনতভাবে আমাদের দোষী ছাত্রদের সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে ও এরপর সব সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় আইন মেনে নেওয়া হয়েছে।’
ওএস।

Header Ad
Header Ad

পদত্যাগ করতে রাজি জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যদি দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য পদত্যাগের প্রয়োজন হয়, তবে তিনি তাতে রাজি। একই সঙ্গে, ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিনিময়ে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়তে তিনি প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেছেন।

সিএনএন নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলেনস্কি এই মন্তব্য করেন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি সত্যিই আমার পদত্যাগের প্রয়োজন হয়, আমি তা করতে প্রস্তুত।”

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ চলতি মাসের শুরুতে বলেছিলেন যে, ইউক্রেনের ন্যাটোতে যোগদান এই মুহূর্তে বাস্তবসম্মত নয় এবং এটি করা সম্ভব নয়।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা হ্রাসের কথাও উল্লেখ করেছেন এবং নির্বাচনের বিলম্ব নিয়ে সমালোচনা করেছেন।

এ বিষয়ে পাল্টা মন্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্প “ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন।”

Header Ad
Header Ad

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতীকী গায়েবানা জানাযা পড়েন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

দেশব্যাপী নৈরাজ্যসৃষ্টিকারী সন্ত্রাসী ও ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে শাস্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে শহীদ শামসুজ্জোহা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতীকী গায়েবানা জানাযা পড়েন শিক্ষার্থীরা।

সমাবেশ শুরুর আগে শিক্ষার্থীরা ‘দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সুশাসন চাই, জীবনের নিরাপত্তা চাই’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের দেব না’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষক ও খুনিদের ফাঁসি চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আইনশৃঙ্খলার বেহাল দশা, ইন্টেরিম করে রং তামাশা’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ বলেন, ‘বিগত কয়েকদিন দেশে ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি থেকে এহেন কোন কাজ নেই, যা হচ্ছে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে বলতে চাই, আপনারা যদি নিজেদের দ্বায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার মত অযোগ্য উপদেষ্ঠা এ দেশের মানুষের প্রয়োজন নেই।’

ছাত্র ফেডারেশনের সদস্য সচিব ওয়াজেদ শিশির বলেন, ‘নিরাপত্তা আমাদের মৌলিক অধিকার। মানুষ তাঁর মৌলিক অধিকার নিয়ে শঙ্কিত ছিল বলেই চব্বিশের অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। কিন্তু আমার মনে হয় না গত ৫০ বছরে আমাদের এমন নিরাপত্তার অভাব ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি যে গদিতে বসে আছেন, সেটি আপনার বাবার নয়। আপনি দ্বায়িত্ব পালন করতে না পারলে গদি ছেড়ে দেন।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আজাদ বলেন, ‘গত কয়েকমাস ধরে দেশে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। এর মূল কারণ আইনশৃঙ্খলা বাহিনীর নতজানু নীতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে এই নতজানু নীতি এদেশে আর চালাবেন না। এই দেশ নতুন করে যেমন বিপ্লবী গতিতে স্বাধীন হয়েছে, তেমনই বিপ্লবী গতিতেই চলবে। ২৪-এর অভ্যুত্থানে হাজারো শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলায় আর কারও ঠিকাদারি আমরা মেনে নিব না।’

Header Ad
Header Ad

জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

খেজুর। ছবি: সংগৃহীত

খেজুর অত্যন্ত সুস্বাদু ও বেশ পরিচিত একটি ফল। যা ফ্রুকটোজ এবং গ্লাইসেমিক সমৃদ্ধ। এটা রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। খেজুর শক্তির একটি ভালো উৎস। তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তিভাব দূর হয়। আছে প্রচুর ভিটামিন বি। যা ভিটামিন বিসিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়, চারটি বা ৩০ গ্রাম পরিমাণ খেজুরে আছে ৯০ ক্যালোরি, এক গ্রাম প্রোটিন, ১৩ মি.লি. গ্রাম ক্যালসিয়াম, ২ দশমিক ৮ গ্রাম ফাইবার। এছাড়াও খেজুরের রয়েছে আরও অনেক পুষ্টি উপাদান।

ছবি: সংগৃহীত

ক্যান্সার প্রতিরোধ: পুষ্টিগুণে সমৃদ্ধ ও প্রাকৃতিক আঁশে পূর্ণ খেজুর ক্যান্সার প্রতিরোধ করে। তাই যারা নিয়মিত খেজুর খান, তাঁদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও অনেক কম থাকে।

দুর্বল হৃদপিণ্ড: হৃদপিণ্ডের সবচেয়ে নিরাপদ ওষুধ খেজুর।

মুটিয়ে যাওয়া রোধ: মাত্র কয়েকটি খেজুর ক্ষুধার তীব্রতা কমিয়ে দেয় এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অল্পতেই শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে।

মায়ের বুকের দুধ: খেজুর বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য সমৃদ্ধ এক খাবার, যা মায়ের দুধের পুষ্টিগুণ আরো বাড়িয়ে দেয় এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ছবি: সংগৃহীত

হাড় গঠন: ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক। আর খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে।

অন্ত্রের গোলযোগ: অন্ত্রের কৃমি ও ক্ষতিকারক পরজীবী প্রতিরোধে খেজুর বেশ সহায়ক। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে।

দৃষ্টিশক্তি বৃদ্ধি: খেজুর দৃষ্টিশক্তি বাড়িয়ে রাতকানা প্রতিরোধেও সহায়ক।

ছবি: সংগৃহীত

কোষ্ঠকাঠিন্য: খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ, যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে।

সংক্রমণ রোধ: যকৃতের সংক্রমণে খেজুর উপকারী। এ ছাড়া গলাব্যথা এবং বিভিন্ন ধরনের জ্বর, সর্দি ও ঠাণ্ডায় বেশ কাজ দেয়।

শিশুদের রোগবালাই: খেজুর শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে এবং কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়াও প্রতিরোধ করে। তাই শুধু রমজান মাসে কেন, বছরজুড়েই খাদ্যতালিকায় থাকুক খেজুর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি নিয়ে যা বললেন রিজভী
রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার আহ্বান মির্জা ফখরুলের
সাভারে কাপড়ের কারখানায় আগুন, পুড়ে ছাই কাপড় ও কার্টন
বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী
রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি
যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন বিশ্বনবী (স.)
আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান
সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী(ভিডিও)
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
বাংলাদেশ থেকে আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি: জয়শঙ্কর
কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১