ছাত্র আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানাল জাতীয় পার্টি
বক্তব্য রাখছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি: সংগৃহীত
চলমান অহিংস্র ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির (জাপা) সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। রবিবার (২৮ জুলাই) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
চুন্নু বলেন, সরকারের ওপর দীর্ঘদিনের চাপা ক্ষোভ বিরাজ করছিল। শিক্ষার্থীদের আন্দোলনে অত্যাচার শুরু হলে তাদের রক্ষায় জনগণও তাদের সঙ্গে নেমে পড়ে। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনি।
তিনি বলেন, এমন হত্যাকাণ্ড জাতি কখনও প্রত্যক্ষ করেনি, যার কারণে এ আন্দোলনে স্কুলের ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ দেখা যায়।
এ সময় জাপার জরুরি যৌথ সভার বেশ কিছু সিদ্ধান্ত ও দাবির কথা জানান মুজিবুল হক চুন্নু। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
১. জাতীয় পার্টি ছাত্রদের অধিকার আদায়ের বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করে। সেইসঙ্গে চলমান অহিংস্র ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে।
২. ছাত্রদের অহিংস্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করে পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়। একইসঙ্গে ছাত্র আন্দোলনে নিহতদের মামলার এজাহারে প্রকৃত মৃত্যুর কারণ না দিয়ে মিথ্যা এজাহার দাখিলের বিষয়ে নিন্দা জানানো হয়।
৩. নিহত ছাত্র-ছাত্রীরা ‘বীর মুক্তিসেনা’ হিসেবে আখ্যায়িত হবে এবং একটি নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত নিহতের তালিকা প্রকাশ করতে হবে।
৪. ছাত্র হত্যার সঙ্গে জড়িত সব সরকারি কর্মকর্তা ও উসকানিদাতাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৫. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হয়রানি/নির্যাতন বন্ধ করতে হবে।
৬. ছাত্রদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার সকল ছাত্রদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।
জাপার মহাসচিব বলেন, সহিংসতার নামে সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দায় স্বীকার করে চলে যাওয়া উচিত। এ ছাড়া আন্দোলনরতদের গ্রেপ্তারের নামে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে বলেও অভিযোগ করেন মুজিবুল হক চুন্নু।