প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য আর নেই
প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। রবিবার দিবাগত রাত (২৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পঙ্কজ ভট্টাচার্যের ভায়রা ডা. মানস বসু এ তথ্য নিশ্চিত করে জানান, ৮৩ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত সোমবার (১৭ মার্চ) তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (২২ এপ্রিল) সকালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর আজ রাত ১২টা ২৮ মিনিটে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।
পঙ্কজ ভট্টাচার্য এদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারাল। দেশের প্রবীন এই রাজনৈতিক ষাটের দশকের স্বৈরশাসক বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঐক্য ন্যাপ সভাপতি।
পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান থানার নয়াপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা প্রফুল্ল কুমার ভট্টাচার্য একজন আদর্শ শিক্ষক ও স্বদেশী আন্দোলনের নিবেদিত প্রাণ। মাতা মণি কুন্তলা দেবী স্বদেশী আন্দোলনের নেতা কর্মীদের আশ্রয়দাত্রী ও অনুপ্রেরণাদানকারী।
এনএইচবি/এএস