'গণতন্ত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে জনমতের প্রতিফলন'
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিদায়ের আগে মাননীয় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গতকাল সংসদে 'গণতন্ত্রহীন অবস্থায় উন্নয়ন সর্বজনীন হতে পারে না' এই মর্মে প্রদত্ত বক্তব্যে সত্য উচ্চারণ করেছেন। তাঁর এই বক্তব্য জনমতেরই প্রতিফলন। শনিবার ৮ এপ্রিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্যদের সভায় এসব কথা বলেন সাইফুল হক।
তিনি বলেন, গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতি প্রদত্ত বক্তব্য সরকার ও সরকারি দলকেই বেশী উপলব্ধিতে নেওয়া দরকার। এটা উপলব্ধিতে নিয়ে নির্বাচনকালীন অন্তবর্তী সরকার প্রতিষ্ঠায় সরকার ও সরকারি দল যদি কার্যকরি ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ নিলে তা বিদ্যমান সংকট উত্তরণে দিশা দেখাতে পারে, তাতে বিদায়ী রাষ্ট্রপতিও সম্মানিত হবেন।
সাইফুল হক বলেন, আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে সরকার ও সরকারি দল যদি রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে না পারেন তাহলে নিশ্চিতই দেশ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হবে।
র্যাব কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে ডয়েসে ভ্যালের (DW) বহুল আলোচিত রিপোর্ট সম্পর্কে সরকারের পরিস্কার ব্যাখ্যা দাবি করে সাইফুল হক এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাবলীতে সরকারের নীতিনির্ধারকদের দায়দায়িত্ব সম্পর্কেও সরকারের অবস্থান খোলাসা করার আহ্বান জানান।
দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, শেখ মোঃ শিমুল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইমরান হোসেন, মীর রেজাউল আলম, শহীদুজ্জামান লাল মিয়া, রাশেদুল ইসলাম রাশেদ বাবর চৌধুরী, বিলকিস বেগম প্রমুখ।
এএজেড