রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | ২৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাজনীতিতে যোগ দিতে চাই না, আমার লক্ষ্য কুরআনের খেদমত করা: আজহারী

জনপ্রিয় বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। ছবিঃ সংগৃহীত

"অনেকে আমাকে রাজনীতির মাঠে আসার পরামর্শ দিয়েছেন, তবে আমি রাজনীতিতে যোগ দিতে চাই না। আমার একমাত্র লক্ষ্য কুরআনের খেদমত করা। এর বাইরে আমি কিছু করতে ইচ্ছুক নই বলে মন্তব্য করেছেন জনপ্রিয় বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১১ জানুয়ারি) সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. মিজানুর রহমান আজহারী ব‌লে‌ন, ‘আমি একটি ওয়াজের ময়দানে বলেছিলাম একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই বক্তব্যটি নিয়ে অনেক রাজনৈতিক নেতা ও ভাইয়েরা মন খারাপ করেছেন। আমি কারও মনে কষ্ট দিতে একথা বলিনি। যা সত্যি তাই বলেছি।’

‌তি‌নি ব‌লেন, ‘এ কথার পর অনেকেই আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছে। তাদের উদ্দেশ্যে বলব- আমি কুরআনের খেদমতে কাজ করি। তার বাইরে আমি কোনো কিছু করতে চাই না।’

আজহারী বলেন, ‘নতুন বাংলাদেশের প্রয়োজন যে, এখানে কাদা ছোড়াছুড়ি এবং অপ্রয়োজনীয় বিতর্ক বন্ধ করা হোক। সমাজে শান্তি ও সহিষ্ণুতার পরিবেশ তৈরি করা জরুরি।’

তি‌নি আরও ব‌লেন, ‘একটি নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ ও মুগ্ধরা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Header Ad
Header Ad

দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত

দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত । ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের পর নতুন উপদ্রবের নাম ‘হিউম্যান মেটা নিউমো ভাইরাস’ বা (এইচএমপিভি)। করোনার মতো এবারও চীনে প্রথম শনাক্ত হয়েছে এই ভাইরাস। চীন, জাপান ও ভারতের পর এবার বাংলাদেশেও শনাক্ত হলো আতঙ্ক ছড়ানো এইচএমপিভি আক্রান্ত রোগী।

আক্রান্ত ব্যক্তি একজন নারী, যার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে। আজ রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এক কর্মকর্তা জানান, শনিবার (১১ জানুয়ারি) আমরা নতুন করে একজনের দেহে এইচএমপিভি সংক্রমণের একটা রিপোর্ট পেয়েছি। তিনি এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত। তিনি রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা যতটুকু জেনেছি আগের চেয়ে খানিকটা ভালো।

তিনি বলেন, তিনি দেশেই আক্রান্ত হয়েছেন, কারণ তার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। এটা খুবই স্বাভাবিক। হিউম্যান মেটানিউমোভাইরাস বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। সুতরাং এটা নিয়ে নতুন করে আতঙ্কের কিছু নেই।

নতুন করে ২০২৫ সালে এসে আতঙ্ক ছড়ালেও এইচএমপিভি নামক ভাইরাসটিতে প্রতিবছরই দু-চারজন আক্রান্ত রোগী পাওয়া যায় বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন।

তিনি বলেন, হিউম্যান মেটানিউমোভাইরাসটি নতুন কোনো ভাইরাস নয়। এটা শুধু চীনেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের উপস্থিতি আরও আগে থেকেই আমরা পেয়েছি। কাজেই এটা নতুন কোনো ভাইরাস নয়।

তাহমিনা শিরীন আরও বলেন, বাংলাদেশে আমরা যখন সর্বপ্রথম এই পরীক্ষাটি করেছি, তখনই কয়েকজন শনাক্ত পেয়েছিলাম। হয়তো এর আগেই যদি পরীক্ষা করা হতো, তাহলে আগেই শনাক্ত হতো। সুতরাং ঠিক কবে এই ভাইরাসটি দেশে এসেছে, সেটি বলা সম্ভব নয়। তবে প্রতিবছরই কমবেশি শনাক্ত হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বর্তমানে এইচএমপিভির চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি নেই এবং এইচএমপিভি প্রতিরোধ করার জন্য কোনো ভ্যাকসিন নেই। তাই রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়।

চলতি বছরের জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের দাবি,এইচএমপিভি ২০০১ সাল থেকেই বাংলাদেশে আছে। এমনকি এই ভাইরাসের বিরুদ্ধে মানুষের মধ্যে যথেষ্ট অ্যান্টিবডিও তৈরি হয়েছে। যে কারণে করোনাভাইরাসের মতো এই ভাইরাস নিয়ে এতো ভয়ের কিছু নেই।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, ২০০১ সালে বিশ্বে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, হয়ত আরো অনেক যুগ আগে থেকেই এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে। কেউ কেউ বলছেন, ১৯৫৮ সাল থেকেই রোগটা আছে বলেও যোগসূত্র পাওয়া যায়।

 

Header Ad
Header Ad

আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছি: বরখাস্তকৃত সেই দুদক কর্মকর্তা

বরখাস্ত হওয়া দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন । ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার আমলে বরখাস্ত হওয়া দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের আমলে প্রতিহিংসার শিকার হয়েছি। এখন আমি মানবিক বিবেচনায় চাকরি ফেরত চাই।

আজ রোববার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের মিডিয়া রুমের সামনে এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক। ওই বিধিমালায় বলা হয়েছে, কোন ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ক্ষমতা দুদকের রয়েছে। এরপরই চাকরিচ্যুতি ও ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ। একই বছরের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে।

সর্বশেষ ২০২৩ সালের ৩০ জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ। পরিবারসহ হত্যার হুমকি পাওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিসি টিভির ফুটেজসহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

Header Ad
Header Ad

ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী

ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ আরও ছয়জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। মর্গে থাকা ৬ জনের মধ্যে একজনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করেছেন তার স্ত্রী সেলিনা বেগম।

তার দাবি, এই ৬ জনের মধ্যে একজন তার স্বামী মো. কাবিল হোসেন (৫৭)। দীর্ঘ ৫ মাস পর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী।

কাবিল পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী সেলিনা আয়ার কাজ করেন।

সেলিনা বেগম জানান, গত ৫ই আগস্ট সকালে স্বামী মো. কাবিল হোসেন মানিকনগরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। গতকাল শনিবার ফেসবুকে ঢামেক হাসপাতাল মর্গে ৭টি মরদেহ পড়ে আছে খবর দেখে হাসপাতাল মর্গে আসেন। পরে জামাকাপড় ও চেহারা দেখে স্বামীর মরদেহ শনাক্ত করেন তিনি।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘নিহতের স্ত্রী জামা-কাপড় ও চেহারা দেখে শনাক্ত করেছে। তবে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। এখনে ডিএনএ টেস্টের বিষয় আছে। সুতরাং সঙ্গে সঙ্গে মরদেহ হস্তান্তর করা যাচ্ছে না।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত
আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছি: বরখাস্তকৃত সেই দুদক কর্মকর্তা
ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী
জামালপুরে গরু চুরি করে ভূরিভোজ, বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে  
সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
জবি শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানের মত গাজাকে গড়ার আহ্বান ইলন মাস্কের  
হাসিনা আমাদের জন্য অনেক করেছে, তাঁকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা
রাজনীতিতে যোগ দিতে চাই না, আমার লক্ষ্য কুরআনের খেদমত করা: আজহারী
নির্বাচন কমিশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো 'বাংলাদেশ আওয়ামীলীগ’
শাহ আমানত বিমানবন্দর থেকে মানব পাচারকারী আটক  
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি  
দেখা করার অনুমতি নেই জয়েরও, তাহলে হাসিনা কি ভারতে গৃহবন্দি?
রাফিকে চাঁদাবাজ উল্লেখ্য করে স্লোগান, দুই সমন্বয়কের দ্বন্দ্ব প্রকাশ্যে
নাতনিকে পেয়ে মানসিকভাবে অনেকটা চাঙ্গা খালেদা জিয়া  
পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে সরকার  
মহিলা কলেজের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
আমরা কাউকে ছাড়ব না: সারজিস
ভ্যাট বাড়ায় কত টাকা বাড়ছে সিগারেটের দাম