শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশবাসী এবং প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে তারেক রহমান বলেন, খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষ্যে আমি দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি-সবার জীবনে খ্রিষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ।

তিনি বলেন, অতীতকে পিছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নব-উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারবো বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বলেন, গেল বছরটি এখন আমাদের মনে জাগরূক (সতর্ক) হয়ে থাকবে। গত বৎসরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা, ছাত্র-জনতার আত্মদান এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বৎসরে আমাদের একদিকে যেমন বেদনার্ত করবে, অন্যদিকে নতুন উদ্যোমে শান্তি, সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনায় আমাদেরকে উদ্বুদ্ধ করবে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে-জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করা ও অর্থনীতির পুনরুদ্ধারসহ বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা। বাংলাদেশে অজস্র রক্তঋণে অর্জিত গণতন্ত্রের প্রয়োগ ও অনুশীলনে আমাদেরকে তৎপর হতে হবে। গণবিরোধী পরাজিত শক্তি এতদিন জনগণের সকল অধিকারকে বন্দী করে রেখেছিল। এমতাবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে।

তিনি আরও বলেন, নববর্ষ সবার জীবনে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা ও নতুন সম্ভাবনা। অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। চিরদিনের জন্য দুর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। খ্রিষ্টাব্দ বিশ্ব পরিমণ্ডলে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য হয়ে মিশে আছে। তাই তো নতুন বছরকে বরণ করতে বিশ্বব্যাপী চলে বর্ণাঢ্য উৎসব। হৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

Header Ad
Header Ad

তাবলিগের দুই পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ছবি: সংগৃহীত

তাবলিগ জামাতের দুই গ্রুপকে নিজ নিজ অবস্থান থেকে তাবলিগের কাজ পরিচালনার জন্য নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপরোক্ত বিষয় ও সূত্রের স্মারকসমূহের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীগণ এখন থেকে যার যার তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নিজ নিজ তাবলিগি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন। এক পক্ষ অন্য পক্ষের মারকাজে কোনো ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কাকরাইল মসজিদের ক্ষেত্রে সূত্রের ‘ক’ ও ‘খ’ নম্বর স্মারকের মাধ্যমে ইতিপূর্বে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখিত নির্দেশনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিপূর্বক যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Header Ad
Header Ad

ব্যালন ডি'অর নিয়ে রোনালদোর মক্তব্য, ক্ষেপে গেলেন রদ্রি

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর নিয়ে যে আলোচনা-সমালোচনা যেন শেষ হচ্ছে না। ভিনির বদলে রদ্রির ব্যালন ডি’অর জেতায় একপ্রস্থ আলোচনা-সমালোচনা আগেই হয়ে গিয়েছিল। তবে কদিন আগে তাতে নতুন করে ঘি ঢেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসির পর সবচেয়ে বেশি ব্যালন ডি’অর তিনিই জিতেছেন। এ পুরস্কার মেসি জিতেছেন আটবার, আর রোনালদো পাঁচবার।

এবারের পুরস্কারটা ভিনিসিয়ুস জুনিয়র জিতবেন তা অনেকেই নিশ্চিত ছিলেন। তবে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ তারকার বদলে শিরোপা জিতেন স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। এরপর থেকেই শুরু হয়েছে সমালোচনা।

কদিন আগে গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ডসে রোনালদোর কাছে জানতে চাওয়া হয়েছিল ভিনির বদলে রদ্রির ব্যালন ডি’অর জেতা নিয়ে। সেখানে রোনালদো বলেছেন, বর্ষসেরার এ পুরস্কার ব্রাজিলিয়ান তারকারই জেতা উচিত ছিল। পর্তুগিজ মহাতারকা বলেন, ‘আমার মতে, সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

এদিকে রোনালদোর এ মন্তব্য ভালোভাবে নেননি রদ্রি। স্প্যানিশ মিডফিল্ডারের যুক্তি, রোনালদো ৫ বার ব্যালন ডি’অর জিতেছেন। তাই এ পুরস্কার কোন প্রক্রিয়া অবলম্বন করে দেওয়া হয় তা তিনি বেশ ভালো করেই জানেন।

রদ্রি বলেন, ‘এটা বিস্ময়কর। সত্যিই। কারণ, পুরস্কারটি কীভাবে দেওয়া হয়, সেটা তিনি অন্য যে কারও চেয়ে ভালো জানেন। সবচেয়ে বড় কথা হলো, যেভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয়। এ বছর (আসলে ২০২৪ সালে) ভোট দেওয়া সাংবাদিকেরা সিদ্ধান্ত নিয়েছেন, পুরস্কারটি আমার জেতা উচিত। সম্ভবত এই একই সাংবাদিকেরা তাঁকেও ভোট দিয়ে জিতিয়েছেন। আমার মনে হয়, তখন তিনি আপত্তি করেননি।’

Header Ad
Header Ad

সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার

ফাইল ছবি

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে শীতকালীন শাক-সবজির দাম দ্রুত কমছে, যা জনমনে স্বস্তি নিয়ে এসেছে। তবে চাল ও মাছের দাম ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শীতকালীন শাক-সবজির দাম বাজারে দ্রুত কমছে, যা সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে। তবে, চাল ও মাছের বাজারে দাম অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী থাকায় হতাশ অনেক ভোক্তা। শাক-সবজির দাম কমতে থাকলেও চাল, মাছ এবং অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জন্য নতুন আর্থিক চাপ তৈরি করছে। ফলে, তাদের জীবিকার ভার আরও বাড়ছে।

শুক্রবার (৩ জানুয়ারি) কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

পৌষের মাঝপথে শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়ছে, ফলে দাম কমতে শুরু করেছে। বর্তমানে বাজারে বেগুন ৪০-৫০ টাকা, করলা ৪০ টাকা, মুলা ২০ টাকা, গাজর ৩৫-৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা টমেটো ৪০-৫০ টাকা, শিম ২৫ টাকা, শসা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ধনেপাতা ৩০ টাকা, নতুন আলু ৪৫ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, ব্রকলি ৩০-৪০ টাকা এবং লাউ ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও কমে, খুচরা পর্যায়ে ৫০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম কমে ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, মাছের বাজারে দাম এখনও চড়া। ইলিশের দাম এক সপ্তাহে ২০০-৩০০ টাকা বেড়ে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দাম অপরিবর্তিত, যেমন রুই ৩৮০-৪৫০ টাকা, কাতল ৪০০-৪৮০ টাকা, চাষের পাঙাশ ১৮০-২৩০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা।

চালের দামও বেড়েছে, মিনিকেট ৭৬-৮০ টাকা, আটাইশ ৬০-৬২ টাকা এবং পোলাও চাল ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দাম কমে ১০ টাকা, ব্রয়লার ২০০-২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজার তুলনামূলক স্বাভাবিক, লাল ডিম ১৩৮-১৪০ টাকা এবং সাদা ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ৫০-১ হাজার ১০০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

তাবলিগের দুই পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ব্যালন ডি'অর নিয়ে রোনালদোর মক্তব্য, ক্ষেপে গেলেন রদ্রি
সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার
মুন্সীগঞ্জে বিয়েতে উচ্চ শব্দে গান বাজিয়ে সাজা পেলেন যুবক
যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ (ভিডিও)
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
চীনে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণঘাতী ভাইরাস, নেই কোনো টিকা
খতমে নবুয়াতের মহাসম্মেলন আজ, প্রধান অতিথি আল-আকসার ইমাম
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, জেঁকে বসেছে শীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ৪ প্রাণ, আহত ২০
মধ্যরাতে ডাকসু নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম
বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
বাড়তে পারে ৬৫ পণ্যের দাম, ভ্যাট বৃদ্ধির প্রস্তাব
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান
স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান
রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫