গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত
গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিনে নেতা-কর্মীদের ভালোবাসায় ভাসলেন। ছবি: সংগৃহীত
১ নভেম্বর ২০২৪ তারিখে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে উদযাপনমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ উপলক্ষে স্থানীয় বিএনপি কর্মীরা ফুলেল শুভেচ্ছা ও নানা আয়োজনের মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
সকালে স্থানীয় এক মিলনায়তনে নেতা-কর্মীরা গয়েশ্বর চন্দ্র রায়কে ফুল দিয়ে বরণ করেন। তাঁরা বলেন, “গয়েশ্বর ভাই আমাদের মা, মাটি ও মানুষের নেতা। তিনি সব সময় জনগণের পক্ষে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে কাজ করে চলেছেন।” জন্মদিন উদযাপনে কেক কাটার পাশাপাশি গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক অবদান ও জীবনের উপর আলোকপাত করা হয়। নেতা-কর্মীরা তাঁর দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য দোয়া করেন।
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির এই প্রবীণ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম বিশিষ্ট নেতা। তিনি ঢাকার কেরাণীগঞ্জে ১৯৫১ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জ্ঞানেন্দ্র চন্দ্র রায় এবং মাতার নাম সুমতি রায়। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি দেশের রাজনীতিতে অবদান রেখে চলেছেন।
১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হলে তিনি এই সংগঠনে যোগ দেন এবং পরবর্তীতে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি টেকনোক্র্যাট কোটায় তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৭৮,৮১০ ভোট পেয়ে আওয়ামী লীগের নসরুল হামিদের কাছে পরাজিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় তিনি বিএনপির মনোনয়ন লাভ করেন।
গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিনে স্থানীয় নেতা-কর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ প্রমাণ করে, তিনি জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করেছেন।