বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জামিন পেলেন বিএনপি নেতা আলতাফ, মুক্তিতে বাধা নেই

ফাইল ছবি

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এ নিয়ে ২৮ অক্টোবরের পর তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আনিসুর রহমান।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলা হয়। মামলায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যানবাহন ভাঙচুর, রাস্তায় বেআইনি জমায়েত, সহিংসতা, সম্পদের ক্ষয়ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

এরপর গত ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

 

Header Ad

ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান-জেফার!

রাফসান সাবাব ও জেফার রহমান। ছবি: সংগৃহীত

গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব প্রেম করছেন, এমন গুঞ্জন নতুন নয়। অনেক আগে থেকেই এ নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা চলে আসছে। বিষয়টি আরও বেশি ছড়িয়ে পড়ে যখন রাফসানের বিয়ে বিচ্ছেদ হয়। সেসময় গুঞ্জন উঠেছিল জেফারের সঙ্গে পরকীয়ার জেরে রাফসানের সংসার ভাঙে!

এরপর দুজনই এ বিষয়ে ছিলেন নীরব! তবে এবার আর চুপ থাকার উপায় নেই। কারণ সুদূর ব্যাংককে তাদের পাওয়া গেল ব্যক্তিগত সময় কাটাতে। গত শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা গেছে। সঙ্গে ছিলেন আরও দুজন।

একসঙ্গে রাফসান-জেফার। ছবি: সংগৃহীত

ধারণা করা হচ্ছে, ঐ দুজন পরিবারের সদস্য। এদিন রেস্টুরেন্টের ভিতরে রাফসান ও জেফার পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। তবে এ সময় তাদের দুজনকে বেশ খোশমেজাজে দেখা গেছে। রাফসান গ্রীন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুলেছেন। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সর্ম্পকে রয়েছেন। শোবিজে গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও দুজন বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণে গত বছর তিন বছরের সংসারের ইতি টানেন রাফসান সাবাব। তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে আসে। রাফসানের সঙ্গে প্রেমের সর্ম্পক নিয়ে জেফার সে সময় বলেছিলেন ‘আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে। এসব ভিত্তিহীন। মানুষ যখন একটা রসাল খবর বানাতে পারে, কেউ সেটার সুযোগ মিস করে না। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যে এখানে টানা হয়েছে, বলব যে এটা অনেক খারাপ একটা কাজ হয়েছে।’

তিনি আরও বলেছিলেন, ‘রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্কের যে কথা উঠছে, এটা তখনো ছিল না, এখনো নেই,’।

Header Ad

নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম

নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম। ছবি: সংগৃহীত

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলম নিয়োগ পেয়েছেন। বুধবার (২০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর থেকে বাংলাদেশ পুলিশে উল্লেখযোগ্য রদবদল শুরু হয়। এরই ধারাবাহিকতায়, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে মো. ময়নুল ইসলাম ৩২তম আইজিপি হিসেবে দায়িত্ব পান। তবে মাত্র তিন মাসের মধ্যেই তাকে সরিয়ে বাহারুল আলমকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলো।

বাহারুল আলমের কর্মজীবন:

- পূর্ববর্তী দায়িত্ব: পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান।
- ২০০৯-২০১৩: জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা বিভাগের পুলিশ লিয়াজোঁ অফিসার।
- ২০১৫: আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার।
- বাহারুল আলম তার দীর্ঘ কর্মজীবনে পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

একই প্রজ্ঞাপনে শেখ সাজ্জাদ আলীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই রদবদলগুলো পুলিশ প্রশাসনে নতুন নেতৃত্ব এনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি পুলিশের দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।

Header Ad

হাসিনা সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে: আমিনুল হক

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনৈতিক করণ করে ধ্বংস করে ফেলেছে। এতে পিছিয়ে গেছে ক্রীড়াঙ্গন।’

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘নতুন স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো ক্রীড়াঙ্গনকে যাতে দলীয় ও রাজনৈতিককরণ করা না হয় বিএনপি সেই কাজ করছে। মাঠের যারা ক্রীড়া সংগঠক তাদেরকে ফিরিয়ে এনে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও একটি সুন্দর পরিবেশে সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বিএনপি।’

বুধবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্নেল (অব:) আব্দুল লতিফ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দল সাবেক অধিনায়ক মো. আমিনুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নানু, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন ও শফিউল আযম রানা, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. এ জেড এম রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটি'র আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, কমিটির সদস্য শামীনুর রহমান শামীমসহ অন্যান্যরা।

উদ্‌বোধনী খেলায় অংশ নেয় ৭ নং ওয়ার্ড একাদশ বনাম ৪নম্বর ওয়ার্ড একাদশ। খেলায় এক গোলে বিজয়ী হয় ৭ নং ওয়ার্ড একাদশ। খেলায় মোট নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশ নেবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান-জেফার!
নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম
হাসিনা সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে: আমিনুল হক
ডিএমপির নতুন কমিশনার শেখ সাজ্জাদ আলী
সেতু থেকে রেলের সচিব হলেন ফাহিমুল ইসলাম
২০২৫ সালের শুরুতে সমাবর্তনের ঘোষণা কুবি উপাচার্যের
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ২২
সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া: ২০১৮ সালের পর প্রথম প্রকাশ্যে
হাসপাতালের বকেয়া বিলের কারণে বাড়ি যেতে পারছে না সুস্থ নুহা-নাবা
শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: শফিকুল আলম
আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি: মির্জা ফখরুল
এবার পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ভারত
নিন্দা জানানোর ভাষা আমার নেই: ফারুকী
বাংলাদেশিদের নোংরাভাবে উপস্থাপন করে ভারতের বিজেপির নির্লজ্জ নির্বাচনী প্রচারণা
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত
সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে
জাবিতে মতবিনিময় সভায় ছাত্রশিবিরের উপস্থিতি নিয়ে ছাত্রদল-বামদলগুলোর হট্টগোল
চুয়াডাঙ্গায় শীর্ষ সন্ত্রাসী হাতকাটা নফরকে অস্ত্রসহ গ্রেপ্তার
ঢাবিতে কফিন মিছিল: ফ্যাসিবাদী শক্তির তৎপরতা নিষিদ্ধের দাবি
মানসিক রোগের চিকিৎসা নিচ্ছেন আমির খান