বিএনপির আরও তিন দিন লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বছরের প্রথম দিন নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তিন দিন আবারও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হবে। বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করবেন।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, মঙ্গললবার (২ জানুয়ারি), বুধবার (৩ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো।
এর আগে সরকারের পদত্যাগ ও ভোট বর্জনের আহ্বান জানিয়ে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুই দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এই কর্মসূচি শেষ হতেই ফের নতুন করে কর্মসূচি দিলো দলটি।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে দলটি। কিন্তু গত ২০ ডিসেম্বর নির্বাচন বর্জনসহ ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় বিএনপি। এরপর মাঝে একদিন অবরোধ পালন করে দফায় দফায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে দলটি।