মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চূড়ান্ত আন্দোলনের রূপরেখা নিয়ে সিদ্ধান্তহীনতায় বিএনপি!

চূড়ান্ত আন্দোলন নিয়ে সিন্ধান্ত নিতে পারছে না বিএনপি। সরকার হটাতে চূড়ান্ত আন্দোলন করতে হবে এই বিষয়টি নিশ্চিত হলেও সেই আন্দোলন কতদিনের হবে, কবে আন্দোলন শুরু করতে হবে সেসব নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেনা দলটি।

সূত্র জানায়, সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচির খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদুল আজহার পর চূড়ান্ত ধাপে ঢাকা অভিমুখে কর্মসূচির পক্ষে মত দেন নেতারা। সেক্ষেত্রে ঢাকা ঘেরাও, ঢাকামুখী রোডমার্চ, ঢাকায় অবস্থান কর্মসূচি দেওয়া যেতে পারে বলে জানান তারা। তবে সরকারবিরোধী সমমনা দলসহ বিভিন্ন পর্যায় থেকে নতুন কর্মসূচি হিসাবে ঢাকা থেকে বিভাগ অভিমুখে রোডমার্চের প্রস্তাব দিলেও তাতে আগ্রহ দেখায়নি দলটির নীতিনির্ধারকরা।

জানা যায়, নতুন কর্মসূচি নিয়ে ফের রাজপথে নামছে বিএনপি। সেক্ষেত্রে আগামী ২০ মে ৬৪ জেলাতেই একযোগে কর্মসূচি পালন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। শুরুর দিকে প্রতি শনিবার এ কর্মসূচি পালন করা হবে। আগামীকাল শনিবার (১৩ মে) ঢাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা আসতে পারে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকাপ্রকাশ-কে বলেন, আন্দোলন সফল করার জন্য যা প্রয়োজনীয়, যে কর্মসূচি প্রয়োজন সেটাই দেওয়া হবে। কারণ, আন্দোলন না করলে কেউ আমাদের পাশে আসবে না। আন্দোলন-গণঅভ্যুত্থান কখনো দিন-তারিখ ঠিক করে হয় না। আন্দোলন মাঠে গড়ালে জনগণই এর পরিণতি ঠিক করে দেবে। সুতরাং সফল আন্দোলনের জন্য দিন, মাস, মৌসুম এগুলো কোনো বিষয় নয়।

খোঁজ নিয়ে জানা যায়, সরকার হটানোর লক্ষ্যে নতুন কর্মসূচিগুলো হবে যুগপৎ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ধাপের আন্দোলন আর কত দিন চলবে, বা চূড়ান্ত আন্দোলনের মোক্ষম সময়টি কখন সে জায়গায় এখনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দলটির হাইকমান্ড। তবে এই মুহূর্তে বিএনপির নীতিনির্ধারকদের লক্ষ্য ধীরে ধীরে কর্মসূচির ধার বাড়ানো। যাতে কেন্দ্র থেকে মাঠের কর্মী-সমর্থক পর্যন্ত আন্দোলনের একটি ঢেউ তৈরি হয়। বিশেষ করে, গত নভেম্বর-ডিসেম্বরে সারা দেশে বিভাগীয় সমাবেশগুলোকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে যে ত্যাগী মনোভাব প্রদর্শিত হয়েছিল, আবার সে রকম আন্দোলনমুখী পরিবেশ সৃষ্টি করতে চান বিএনপির নীতিনির্ধারকেরা।

কিছুটা ভিন্নমতও আছে। কতিপয় কিছু জায়গা ছাড়া সারাদেশেই মাঠপর্যায়ে নেতা-কর্মীরা এবার তড়িঘড়ি করে আন্দোলনে যেতে অপ্রস্তুত। তৃণমূল নেতা-কর্মীদের ভাষ্য, আন্দোলনের ঘাটতি রাজধানী ঢাকায় এবং আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই দুই জায়গায় আন্দোলন দানা না বাঁধলে সে আন্দোলন বেশি দূর যাবে না। ফলে ঘটা করে বিভাগে বিভাগে রোডমার্চ না করে নীতিনির্ধারকদের এ দুটি জায়গায় দৃষ্টি দরকার।

সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করছেন, ক্ষমতার বাইরে যাওয়ার পর গত ১৫ বছরে রাজধানীতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপির হাইকমান্ড। বারবার কমিটি বদল করলেও দলটি সাংগঠনিক দুর্বলতা কাঠিয়ে উঠতে পারছে না। ২০১৪ সালে সারাদেশের সব জেলা ও মহানগর আন্দোলনকারী বিএনপি নেতাকর্মীর দখলে থাকলেও ঢাকায় ছিল ভিন্ন চিত্র। দলের কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীর কেউ রাজপথ বা পাড়া-মহল্লায় পিকেটিং করেনি। সারাদেশ থেকে বিচ্ছিন্ন থাকলেও ঢাকায় আন্দোলন না জমায় সরকারকে দাবি আদায়ে বাধ্য করা যায়নি।

দলটির মাঠ পর্যায়ের নেতাদের অভিযোগ, এবারও আন্দোলনে প্রায় একই চিত্র দেখা গেছে। ঢাকার বাইরের বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক অংশগ্রহণ ছিল। স্ব-স্ব মহানগরের নেতাকর্মী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নিয়ে সফল করেছে। তবে রাজধানীতে দলের সাংগঠনিক দুর্বলতার কারণে তা আশানুরূপ হয়নি। আগামী দিনে সরকার পতনের এক দফা আন্দোলনে রাজপথে ঢাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোই দলটির জন্য এক বড় পরীক্ষা বলে জানান নেতারা।

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে যুক্ত বিভিন্ন দল ও জোটের শীর্ষস্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, কর্মসূচির এই পর্বে শুরুটা হবে বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি বা সারা দেশে বড় সমাবেশ দিয়ে। এরপর এক বিভাগ থেকে অন্য বিভাগে রোডমার্চ; এ ধরনের কর্মসূচির কথা ভাবা হচ্ছে। কর্মসূচি ধারাবাহিকভাবে কিছুদিন টেনে নেওয়া হবে। এরপর চূড়ান্ত পর্যায়ে রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা থাকবে।

তবে এই পর্বটি কখন, সেটি নিয়ে নীতিনির্ধারকেরা নানা হিসাব-নিকাশে দোটানায় রয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে। সময় আছে আট মাসেরও কম। আবহাওয়ার হিসাবে, মধ্য জুন থেকে জুলাই মাস বর্ষার মৌসুম। জুন মাসের শেষ দিকে আছে ঈদুল আজহা। ফলে বর্ষা ও ঈদের ছুটিছাটায় কেটে যাবে এই দুই মাস। এরপর আগস্ট মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতের মাস আগস্টজুড়ে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগের শোকের কর্মসূচি। বরাবরই এই সময়টাকে, অর্থাৎ আগস্ট মাসকে এড়াতে চায় বিএনপি। এরপরে সময় থাকে সেপ্টেম্বর-অক্টোবর—মাত্র দুই মাস। হিসাব অনুযায়ী, নভেম্বরেই তফসিল ঘোষণা করতে হয়।

গণতন্ত্র মঞ্চের একটি দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকাপ্রকাশ-কে বলেন, আন্দোলনের যে উত্তাপ তৈরি হয়েছিল, সেটা স্তিমিত হয়ে গেছে। নতুন কর্মসূচির মধ্য দিয়ে খেলাটা আবার গরম করা, আন্দোলনের আবহাওয়াটা তৈরি করা। সেই চেষ্টা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

এদিকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর। অভিন্ন দাবিতে ডিসেম্বর থেকে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনও করছেন তারা। কিন্তু আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির অন্তত দুইশ নেতাকর্মী ভোটে অংশ নেওয়ায় অনেকটা বিব্রত সমমনা দলগুলো। নেতারা মনে করছেন, দলীয় প্রতীক না থাকলেও গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা নির্বাচনে অংশগ্রহণ করলে রাজনৈতিক দিক থেকে বিভ্রান্তির জায়গা তৈরি করবে। এটা সরকারি দলকে কিছু বাড়তি সুবিধাও দেবে। কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ভোটের মাঠে রয়েছেন, তাদের ব্যাপারে বিএনপির কঠোর সিদ্ধান্ত নিতে হবে। না হলে সরকারবিরোধী আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা।

১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ঢাকাপ্রকাশ-কে বলেন, ভোটে না গিয়ে বরং ভোটকে অকার্যকর করা বা নিরুৎসাহিত করা, ভোটের প্রতি মানুষের যে অনীহা, তাদের (বিএনপির স্থানীয় নেতাদের) সেটার প্রতি একাত্মতা ঘোষণা করা দরকার। কারণ, এখন তো নির্বাচনে ভোটই কাস্টিং হয় ১২ থেকে ১৪ শতাংশ। এ ভোটটাকে অবশ্যই বর্জন করা উচিত। আমরা আশা করব, তারা প্রত্যেকে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং কেউই ভোটে অংশগ্রহণ করবেন না।

কিছুটা বিরতি দিয়ে ফের মাঠে নামছে বিএনপি। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে পুরোনো মামলা। গত কয়েক দিনে একাধিক মামলায় আদালত জামিন না দেওয়ায় সারাদেশে পাঁচ শতাধিক নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে। তারা এতদিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। বিষয়টি বিএনপি মেনে নিতে পারছে না। ফলে কেন্দ্রীয় নেতারাও উদ্বগ্নি হয়ে পড়েছেন।

যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণাপত্রের ঘোষণা আপাতত হচ্ছে না। গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদের বেরিয়ে যাওয়ার পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলে অন্যান্য শরিকরা সন্দেহ করলেও বিএনপির নীতিনির্ধারকরা সে রকম ভাবছেন না। তারা বলেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে গণঅধিকার পরিষদের মনোমালিন্যের কারণে এটি হয়েছে। এর পেছনে বিএনপির কোনো ভূমিকা নেই। কারণ গণতন্ত্র মঞ্চ একটি আলাদা জোট। তবে জোট থেকে বেরিয়ে গেলেও যুগপৎ আন্দোলনে থাকবে গণঅধিকার পরিষদ।

দলের বেশিরভাগ নেতাকর্মী চান না বলেই গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেছেন বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, গণআন্দোলন গড়ে তোলার কাজটাকেই আমরা এখন বেশি গুরুত্ব দিচ্ছি। গণতন্ত্র মঞ্চে থেকে এটা সম্ভব নয়। আমরা ছয়টি দলের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আরও বৃহত্তর পরিসরে কাজ করতে চাই। সেই কাজ করার সুযোগও আমাদের রয়েছে।

নূর আরও বলেন, আমরা মনে করি গণতন্ত্র মঞ্চে থাকায় আমাদের পরিধি ছোট হয়ে আসছিল। কাজ করার ক্ষমতাও সীমিত হয়ে আসছিল। নিজেদের কাজের পরিধি বাড়াতেই, কিংবা বলা যেতে পারে আরও বৃহত্তর পরিসরে কাজ করার লক্ষ্য নিয়েই আমরা গণতন্ত্র মঞ্চ ছেড়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন দায়িত্বশীল ভাইস চেয়ারম্যান ঢাকাপ্রকাশ-কে বলেন, যতদিন পযন্ত জেলা বিএনপির নেতৃত্ব থেকে পুরোপুরিভাবে কেন্দ্রীয় নেতাদের অপসারণ করা না যাবে ততদিন পর্যন্ত জেলা পযায়ে আন্দোলন তার চূড়ান্ত সফলতায় পৌছাবে না। কারণ জেলার নেতাদের রাজনীতে জেলায় নেতাকর্মীদের সময় দিতে হয়; কিন্তু আমাদের দলের অধিকাংশ কেন্দ্রীয় নেতারা যারা ঢাকায় অবস্থান করছেন স্বপরিবারে তারাই আবার অধিকাংশ জেলা বিএনপির কমিটির নেতৃত্বে পদ আকড়ে আছেন। ফলে আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন সংশ্লিষ্ট নেতারা ঘরে ফিরতে আসা-যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে।

আরইউ/এএস

Header Ad
Header Ad

বিয়ের দাওয়াত খেতে এসে আটক ছাত্রলীগ নেতা

বিয়ের দাওয়াত খেতে এসে আটক ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত

বিয়ের দাওয়াত খেতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাতে ধরা পড়েছেন আবুল হাসনাত আদনান নামে এক ছাত্রলীগ নেতা।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে শিক্ষার্থীদের হাতে আটক হন তিনি।

আটক আবুল হাসনাত আদনান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান।

জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা রেস্টুরেন্টে বিয়ে খেতে এসেছে এমন খবর পেয়ে সেখান থেকেই তাকে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, সে জুলাই হামলায় জড়িত ছিল এবং আন্দোলনের সময় হামলার বিভিন্ন তথ্য-প্রমাণ তার মোবাইলে পাওয়া যায়৷ আন্দোলনের সময় গুলি করেছে বলেও জানান শিক্ষার্থীরা। তার মোবাইলে শিক্ষার্থী হত্যার আলামত পাওয়া গেছে এবং বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন গুজব ছড়ানোর আলামত পাওয়া যায় বলেও জানান তারা।

Header Ad
Header Ad

মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় জামায়াতের ২ সমর্থক বহিষ্কার

বাংলাদেশ জামাত-ই ইসলাম তাদের ফেইজবুক পেইজে এক বিবৃতিতে এসব জানায়। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় জড়িতদের বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এ ঘটনায় নিন্দাও জানিয়ে জড়িতদের শাস্তির দাবি করা হয় দলটির পক্ষ থেকে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি মু. বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন যৌথভাবে বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধা ছাড়াও দেশের সাধারণ কোনো নাগরিককে হেনস্তা করা সমর্থন করে না। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাই।

নেতৃবৃন্দ বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। জামায়াতের কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি সমর্থন করে না। স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে, আবদুল হাই কানু তার এলাকায় হত্যা মামলাসহ ৯টি মামলার আসামি। আমরা মনে করি, আইন-শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

তারা আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ঢাকায় থাকা আবুল হাশেম এবং দুবাই ফেরত অহিদুর রহমানের শাস্তি দাবি করছি। পাশাপাশি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আইন নিজের হাতে নেওয়ার কোনো অধিকার কারো নেই। আমরা আবুল হাশেম, অহিদুর রহমানসহ এই ঘটনার সঙ্গে জড়িত সকলের শাস্তি দাবি করছি এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে সমর্থক হওয়া সত্ত্বেও তাদের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার ঘোষণা করছি।

প্রসঙ্গত, গত রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন স্থানীয় কয়েকজন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই এলাকার জামায়াতের সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত এ ন্যাক্কারজনক ঘটনা ঘটান। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোষানলে পড়ে দীর্ঘ ৮ বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের পর বেশ কয়েকবার তার বাড়িতে হামলা চালানো হয়।

Header Ad
Header Ad

নকল সিগারেট ব্র্যান্ডের ব্যবসায় জড়িত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: সংগৃহীত

বিদেশী ব্র্যান্ডের নকল সিগারেট এবং নকল ব্র্যান্ড রোল লাগিয়ে বিক্রির ব্যবসায় জড়িত সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এই সংক্রান্ত একটি প্রতিবেদন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বরাবর জমা দিয়েছে বলে জানা গেছে।

এনবিআরের প্রতিবেদন বলছে, নকল সিগারেট তৈরি এবং ব্যান্ডরোল তৈরির সঙ্গে জড়িত ২০টি প্রতিষ্ঠানের মধ্যে বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো অন্যতম বৃহৎ।

এ দুই প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণায় কাঁচামাল আমদানি করে এবং কিশোরগঞ্জ ও চট্টগ্রামের চকোরিয়ার কারখানায় নকল সিগারেট তৈরি করে। পরে নকল সিগারেট দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের তামাক ব্যবসায় বিনিয়োগ রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের। এ ব্যবসার আয়ের একটি অংশ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসেবে জমা দেয়া হতো। নওফেল এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

নাম প্রকাশ না করা শর্তে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রতিবেদন এনবিআর এ জমা দেয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ এনবিআর’ই গ্রহণ করবে।’

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের মালিকানাধীন দুই প্রতিষ্ঠান বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো নকল সিগারেট তৈরি এবং নকল ‘ব্যান্ড রোল’ লাগিয়ে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট তৈরির হোতা।

জানা গেছে, বিজয় ইন্টারন্যাশনাল কোম্পানির ৪০ শতাংশ শেয়ারের মালিকানা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো প্রতিষ্ঠার পর থেকে কমপক্ষে ১০ হাজার টন সিগারেট তৈরির কাঁচামাল সংগ্রহ করেছে সিগারেটের কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। যা দিয়ে ৫ কোটি সিগারেটের শলাকা তৈরি সম্ভব। এখানে সরকার ভ্যাট ও সম্পূরক শুল্ক ও অন্যান্য খাত বাবদ রাজস্ব হারিয়েছে কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা।

গত ৮ অক্টোবর এই বিষয়ে একটি গণমাধ্যম ‘৫ হাজার কোটি লোপাটে এক জুটি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ের দাওয়াত খেতে এসে আটক ছাত্রলীগ নেতা
মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় জামায়াতের ২ সমর্থক বহিষ্কার
নকল সিগারেট ব্র্যান্ডের ব্যবসায় জড়িত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী
২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গুচ্ছ পদ্ধতি রাখতে জরুরি নির্দেশনা  
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি
‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন
হেনরী ও তার স্বামীর ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন পৌনে ৪ হাজার কোটি
স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমলো
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল
ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল
শিল্পকলার সাবেক ডিজি লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মিউজিক ফেস্ট মঞ্চে বিপিএল উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা  
দর্শনা সীমান্তে ভারতে পাচারকালে দুই নারী উদ্ধার; পাচারকারী আটক
১৫ বছরে বিএনপি আন্দোলনে ছিল বলেই শেখ হাসিনা পালিয়েছে: ফখরুল
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল
শিক্ষার্থীদের গ্রাফিতিতে লেখা জয় বাংলা মুছে দিলো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল
বাংলাদেশের কাছে ত্রিপুরা ২০০ কোটি রুপি পাওনা রয়েছে: মুখ্যমন্ত্রী
হাসিনা বাংলাদেশে আসবে কেবল ফাঁসিতে ঝোলার জন্য: নাহিদ
চাঁদপুরে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার: চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু  
সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি এস আলমের