বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই
বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এক ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। ২০০৯ সালে শাহ মোয়াজ্জেম হোসেনের স্ত্রী মারা যান।
১৯৩৯ সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। একাধিক বইয়ের লেখক শাহ মোয়াজ্জেম এসএম হোসেন নামেও পরিচিত। এই রাজনীতিবিদ ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালেও রংপুর-৬ আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭২ সালে জাতীয় সংসদে আওয়ামী লীগের চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায় যোগ দেন। পরে শাহ মোয়াজ্জেম হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৯২ সালে তাকে দল থেকে বহিষ্কার করে জাতীয় পার্টি। তারপর তিনি বিএনপিতে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এমএইচ/এসজি/এনএইচবি/এসএন