‘প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস হারিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে ধরনা দিতে পাঠিয়েছিলেন’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে গুম-বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এখন সারা বিশ্ব থেকে আসতে শুরু করেছে। মিথ্যা মামলা, নির্বিচারে গ্রেপ্তার, নজরদারি, খবরদারির মাধ্যমে গোটা বাংলাদেশকে এখন নিষ্ঠুর বন্দীশালায় পরিণত করে এর লৌহ কপাটের চাবি শেখ হাসিনা নিজের আঁচলে বেঁধে রেখেছেন।’
তিনি বলেন, ‘গণতন্ত্র, বাকস্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, নাগরিকদের স্বাধীন চলাচলের স্বাধীনতাসহ সব গণতান্ত্রিক অধিকারকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছেন নিপীড়ক শেখ হাসিনা। নিপীড়ক শেখ হাসিনার বুদ্ধি, বিবেচনা, আত্মমর্যাদা, আত্মসম্মান এবং জাতি হিসেবে কোনো গৌরব নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন বিধায় পররাষ্ট্রমন্ত্রীকে ধরনা দিতে পাঠিয়েছিলেন অন্য দেশে। যাতে তার অবৈধ ক্ষমতা টিকে থাকে। এই ঘটনায় লজ্জাহীন আওয়ামী সরকার গোটা জাতিকেই অপমানিত করেছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আওয়ামী নেতা-মন্ত্রীরা ভণ্ড রাজনীতিবিদের আচরণ করছে। কিন্তু পক্ষান্তরে তারা দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে।’
সোমবার (২২ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় থাকতে থাকতে আওয়ামী শাসকগোষ্ঠী স্বৈরতন্ত্রের চূড়ান্ত রূপ ধারণ করেছে। রাষ্ট্রের নিপীড়ক যন্ত্রগুলোর আধিপত্যই দেশের গণতান্ত্রিক শক্তির উপর নিষ্ঠুরভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর বেআইনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিএনপিসহ বিরোধী দল ও মতের নানা কর্মসূচির উপর রক্তাক্ত আক্রমণ চালাচ্ছে। জীবন কেড়ে নিচ্ছে এবং আহত করে পঙ্গুত্বের সংখ্যা বৃদ্ধি করছে। এই নারকীয় আক্রমণের অন্যতম সহযোগী হচ্ছে শাসকদলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ। তারা আজ লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী ইত্যাদি নামে দেশবাসীর কাছে পরিচিত। এদেরই বর্বরোচিত আক্রমণের প্রকাশ আজও দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে।’
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আজ থেকে সারা দেশে উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গুরুতর আহত করেছে বলেও অভিযোগ করেন রিজভী।
এমএইচ/এসজি/