ইডেনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী বৈশাখি আটক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখি। ছবি: সংগৃহীত
ইডেন কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাখা নেত্রী ও কলেজটির সাংগঠনিক সম্পাদক বৈশাখি আক্তারকে আটক করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৈশাখী আক্তার ইডেন কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। বিভাগীয় কাজে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে ঘেরাও করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
বৈশাখী আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে গত জুলাই মাসের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নাম উঠে আসে।
এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দাবি করেছেন, বৈশাখী আক্তারসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ডে জড়িত হতে সাহস না পায়।
