আ.লীগ কর্মীদের বিশেষ ট্রেনিং, সাবেক মেয়র জাহাঙ্গীরের ফোনালাপ ফাঁস!

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলনের তোপে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই দলটির অনেক নেতাকর্মীই রয়েছেন পলাতক। বিদেশে থেকেই বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আবারও ক্ষমতায় আসার জন্য গোপনে আঁকছেন নীলনকশা। এর ফলে মাঝেমধ্যেই সামনে আসতে থাকে শেখ হাসিনাসহ দলটির নেতাদের একাধিক ফোনালাপ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল।
ভাইরাল হওয়া ফোন কলে দেখা যায় সাবেক এই স্বৈরাচারের দোসর জাহাঙ্গীর ফোন কলে নেতাকর্মীদের ধৈর্য ধরার কথা বলে তিনি বলেন আমাদের সব টিম রেডি আছে। আমাদের সম্রাট ভাই এখানে আছে।
রাজধানীতে আমরা থাকতে চাই উল্লেখ করে তিনি আরো বলেন আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন। আমাদের ইতিহাসে যেন আর থুথু না পড়ে।পদ বড় নয় আদর্শ বড় উল্লেখ করে তিনি আরো বলেন আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন।কর্মীদের বুঝায়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন।
ছয় মিনিটের ফোন কলে তিনি আরো বলেন, আমাদের সবার নামে মার্ডার মামলা দিয়েছে। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না।সব জেলার সাথে যোগাযোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন সময়মতো মূল ব্যক্তিদের কাছে ম্যাসেজটা চলে যাবে।আমরা সময়মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক।আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি,আপনারা তার রেজাল্ট পাবেন।
ফোন কলের স্ক্রিনে জাহাঙ্গীর ছাড়াও ফারুক আহমেদ অপু, তারেক, তাজুল ইসলাম সভাপতি জাতীয় শ্রমিকলীগ মেহেরপুর, ইকরাম, নাবিল, জুয়েলসহ আরো অনেকের নাম দেখা যায়।
