বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিক্রিয়ায় ঢাকার বনানী এলাকায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিমের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, জনতা সেলিমের বাসায় আগুন দেয়। তবে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এর আগে, শেখ হাসিনার ভাষণ সম্প্রচারের ঘোষণার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় অংশ ভেঙে ফেলে। ওই রাতেই খুলনায় 'শেখ বাড়ি' ভাঙচুর করা হয়।
এছাড়া, কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হানিফের বাড়িতে হামলা হয়। গত দুদিনে আওয়ামী লীগের নেতাদের অন্তত ১৩টি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেখ মুজিবুর রহমান এবং শেখ পরিবারের সদস্যদের অর্ধশতাধিক ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।
