অনুপ্রবেশকারীরা যেন বিএনপিতে ঢুকতে না পারে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারীদের ঢুকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতে পারে, তবে সবার এক জায়গায় থাকতে হবে- সংবিধান মেনে নিয়মিত ভোট ও নির্বাচনের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি জানান, সম্প্রতি কিছু অচেনা মানুষকে দলের সঙ্গে সংশ্লিষ্ট হতে দেখা যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ৫ আগস্টের পর থেকে এমন প্রবণতা লক্ষ্য করেছেন।
তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, অনুপ্রবেশকারীদের দলে স্থান দিলে তা দলের জন্য ক্ষতিকর হতে পারে। জনগণের সমর্থন ছাড়া কোনো দল এগোতে পারে না। তাই জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির শক্তি জনগণ। জনগণ যখন ক্ষিপ্ত হয়, তখন স্বৈরাচারীদের পালিয়ে যেতে হয়। ৫ তারিখের উদাহরণ তুলে ধরে তিনি জানান, জনগণের শক্তি দিয়ে বিএনপিকে সামনের কঠিন পথ পাড়ি দিতে হবে। সামনের নির্বাচন সহজ হবে না, তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিভ্রান্তিমূলক কাজ থেকে বিরত থাকতে হবে।
তারেক রহমানের মতে, কিছু ছোট-বড় দল বিএনপির বিপক্ষে কাজ করছে। তবে জনগণই দলের মূল শক্তি। তিনি দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে জনগণের সমর্থন নিয়ে কাজ করার আহ্বান জানান।