মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ জনে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়েছে।চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) অনুসারে, সকাল ৯ টা ৫ মিনিটে নেপালের সীমান্তের কাছে ডিংরি কাউন্টিতে ৬.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে জিজাং (তিব্বত) স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে ৩৬ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
সিনহুয়া আরো জানিয়ে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কাউন্টির বিভিন্ন শহরে যোগাযোগ করছে।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি আগে বলেছিল, ডিংরি কাউন্টি এবং এর আশেপাশের এলাকায় খুব শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকেন্দ্রের কাছাকাছি অনেক ভবন ধসে পড়েছে।
সিনহুয়া আরো জানিয়ে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কাউন্টির বিভিন্ন শহরে যোগাযোগ করছে।
চীন আবহাওয়া প্রশাসনের মতে, ডিংরিতে তাপমাত্রা প্রায় মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস (৪৬ ডিগ্রি ফারেনহাইট) এবং আজ সন্ধ্যায় তা মাইনাস ১৮-এ নেমে যাবে। এদিকে মঙ্গলবারের ভূমিকম্পটি গত পাঁচ বছরে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে সিউএনসি যোগ করেছে।
কাঠমান্ডুর পাশাপাশি এভারেস্টের নিকটবর্তী উচ্চ পর্বতমালায় নেপালের লোবুচের আশেপাশের অঞ্চলগুলো কম্পন এবং আফটারশকে কেঁপে উঠে।
এভারেস্টের কাছাকাছি অবস্থিত নেপালের নামচে অঞ্চলে সরকারি কর্মকর্তা জগৎ প্রসাদ ভুসাল বলেছেন, ভূমিকম্পে এ অঞ্চল বেশ প্রবলভাবে কেঁপে উঠেছে, সবাই জেগে আছে।
নেপালি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ঋষি রাম তিওয়ারি বলেছেন, এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নেপাল একটি প্রধান ভূতাত্ত্বিক ফল্টলাইনে অবস্থিত যেখানে ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের দিকে ঠেলে হিমালয় তৈরি করে এবং ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা। ভারতের বিহার রাজ্যে কিছু কম্পন অনুভূত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।