বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সংরক্ষিত ৪৮ আসনে মনোনয়নপত্র জমা দিলো আ.লীগ

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ।

 

রোববার (১৮ ফেব্রুয়ারি) নির্ধারিত দিনে বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগ মনোনীত ৪৮ জনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, এতে স্বতন্ত্র ও ১৪ দলেরও সদস্য রয়েছে। মনোনয়নপত্র জমার সময় মনোনীত ৪৮ জন প্রার্থীর পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থক রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা।

এসময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ।

 

এসময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ

নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। (ইনসটে: প্রিয়ন্ত দে ও শাওন দত্ত)। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ দীর্ঘ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলীর সীতার ঘাট অংশে লাশ ভেসে ওঠে।

নিহতরা হলেন- চট্টগ্রাম মহানগরের সদরঘাট নালাপাড়ার বাসিন্দা শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ। শাওন নগরীর রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন। শাওনের খালাতো ভাই প্রিয়ন্ত।

এর আগে গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হন। তারপর থেকেই তাদের উদ্ধারের চেষ্টা চলছিল।

চিৎমরম ইউনিয়নের ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের সদস্য মো. সরোয়ার বলেন, ‘সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠার খবর দিলে, সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দুটি উদ্ধার করে।’

স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, যেখানে তারা নিখোঁজ হয়েছিলেন, ঠিক সেই জায়গাতেই লাশ দুটি ভেসে ওঠে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাপ্তাইয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিসের লিডার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি দল দুই পর্যটকের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

শার্শার ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৪জন নারী ও ১১জন পুরুষ এবং ১টি শিশু রয়েছে।

আটকরা হলেন- সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭),রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলার জিহাদ হোসেন (২৭), মিন্টু হোসেন (৩৭), মোহম্মদ রনি (২৮), মোহম্মদ জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম হোসেন (৩২)।

লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে তারা চলতি বছরের ১৮ ও ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা ক্যাম্পের বিজিবির টহলদল তাদেরকে আটক করে।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ৬জনকে শার্শা থানায় এবং ১০জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

Header Ad
Header Ad

রাফসানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেফার

রাফসান সাবাব এবং জেফার। ছবি: সংগৃহীত

মিডিয়া অঙ্গনে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে, জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এবং গায়িকা জেফার নাকি লুকিয়ে প্রেম করছেন। শুধু প্রেমই নয়, তাদের গোপন বিয়ের খবরও আলোচনায় রয়েছে। রাফসানের দাম্পত্য জীবনের ভাঙনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই জেফারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। সে সময় দাবি করা হয়, এই বিচ্ছেদের পেছনে নাকি জেফারের ভূমিকা রয়েছে।

সম্প্রতি, গত ১৫ নভেম্বর থাইল্যান্ডে একসঙ্গে দেখা গেছে রাফসান এবং জেফারকে। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপে তাদের একান্তে সময় কাটাতে দেখা যায়। তবে এ নিয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি বা বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেফার তার এবং রাফসানের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের নিয়ে চলমান গুঞ্জন সম্পর্কে তার কিছু বলার নেই এবং কোনো বিষয় পরিষ্কার করার প্রয়োজন বোধ করেন না।

কারণ ব্যাখ্যা করে গায়িকা বলেন, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।

রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া প্রসঙ্গে জেফার বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার ব্যক্তিজীবন নিয়ে তাদের অনেক আগ্রহ। তারা নানান কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে। আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তারা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।

অন্যদিকে, তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব-ভিত্তিক মিউজিশিয়ান। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬
রাফসানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেফার
সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত
সচিবালয়ে আগুনের ঘটনায় যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ে আগুনের সূত্রপাত নিয়ে যা জানালেন ফায়ারের ডিজি
শেখ হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে? আল–জাজিরার প্রতিবেদন
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
৬ ঘণ্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
সচিবালয়ের আগুন লাগা ভবনে রয়েছে যেসব মন্ত্রণালয়
মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
কুবির আরেক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা
টাকার বিনিময়ে ভোট দিলে জুলুমের শিকার হবেন: সারজিস আলম
চাঁদপুরে জাহাজে সাত খুন: গ্রেপ্তার ইরফান ৭ দিনের রিমান্ডে
টাঙ্গাইলে শিক্ষিকাকে কু-প্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার
৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, ভারতের ৫ সেনা নিহত