১০ দফা দাবিতে ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে আগামী শনিবার (১৩ মে) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
বুধবার (১০ মে) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।
বেলা দুইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মতো ব্যাপার। সরকারবিরোধী আন্দোলনে নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচ/এসজি