শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি ফখরুলের

ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম ৬২ শতাংশ, ডিএপি’র ২৪ শতাংশ ও টিএসপি’র ২৫ শতাংশ দাম কমলেও আন্তর্জাতিক বাজারে সারের মূল্যবৃদ্ধির অসত্য তথ্য দিয়ে আবারও সারের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত কৃষক ও জনস্বার্থবিরোধী। কৃষকের সাথে প্রতারণার শামিল।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনবিচ্ছিন্ন সরকার জনগণের দুঃখ, দুর্দশা লাঘবে উদাসীন। আট মাসের ব্যবধানে সারের দাম বৃদ্ধি উদ্বেগজনক। বিদ্যুৎ, জ্বালানি তেল, বীজ-সার-কীটনাশকসহ কৃষি উপকণের মূল্যবৃদ্ধি ও কৃষি শ্রমিকের মুজুরি লাগামহীন বৃদ্ধিতে কৃষি উৎপাদন খরচ আগেই বেড়েছে।

অন্যদিকে, কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেনা প্রান্তিক কৃষকরা। কৃষি পণ্যের বিক্রয় ও মূল্য পাবার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট মধ্যসত্ত্ব ভোগী, টাউট, ফড়িয়াদের দৌরাত্মে আরও বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনিতে সরকারের দুর্নীতি, লুটপাট, ভ্রান্তনীতি, অপরিণামদর্শী সিদ্ধান্ত, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অর্থনৈতিক সংকট, ব্যবসা বানিজ্যে মন্দা, কাজ হারানোর ফলে মানুষ বিপর্যস্ত। এখন আবার নতুন করে সারের দাম বৃদ্ধিতে কৃষকসহ জনসাধারণ দিশেহারা।

মির্জা ফখরুল বলেন, সরকারের সারের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের ফলে কৃষক ও জনসাধারণ তীব্র সংকটে পড়বে। অর্থনীতিতে সরকারের ভ্রান্তনীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংসপ্রায়। এখন ধ্বংসের মুখোমুখি অর্থনীতিকে জোড়াতালি দিতে জনগণের ওপর ছুরি চালাচ্ছে ভোটারবিহীন সরকার। তথাকথিত উন্নয়নের ভেলকিবাজীতে দেশের মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে। জনগণের পকেট কাটতে নানা ফন্দি-ফিকির চালিয়ে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে অবৈধ সরকার। দেশের শতকরা ৮০ ভাগ জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল। কৃষকরা লোকসানে পড়ে কৃষি উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলছে। কৃষকরা কৃষি উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নিলে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। সেটি হবে দেশের সমস্ত জনগোষ্ঠীর জন্য বিরাট অশনি সংকেত।

বিএনপি মহাসচিব বলেন, বৈশ্বীক মন্দা ও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে একের পর এক জনস্বার্থবিরোধী কর্মকান্ড করছে নিশিরাতের ভোটের সরকার। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের নিকট তাদের কোন জবাবদিহিতা নেই এবং তারা জনস্বার্থের কথা চিন্তাও করে না। নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির মিথ্যা তথ্য দিয়ে আবার সারের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা ।আমি অবিলম্বে জনস্বার্থবিরোধী কর্মকান্ড থেকে সরে আসাসহ সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এমএইচ/আরএ/

Header Ad
Header Ad

পবিত্র রমজানে হিংসা-বিদ্বেষ-সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ শনিবার (১ মার্চ) এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই।

বাণীতে তিনি আরও বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।

মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।

উল্লেখ্য, দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হবে মাহে রমজানের সিয়াম সাধনা।

Header Ad
Header Ad

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

১৪তম সন্তানের বাবা হলেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। মাস্কের অনুমোদনের পরই সন্তানের কথা জানালেন তার বান্ধবী শিভন জিলিস। এক্স পোস্টে শিভন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১ মার্চ) পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের চতুর্থ বান্ধবী শিভন জিলিসের ঘরে জন্ম নিয়েছে তাদের ছেলে শিশু। শিশুটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

নবজাতকের নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

শিভন জিলিস জানিয়েছেন, মাস্ক ও জিলিস দম্পতির ইতোমধ্যে তিনটি সন্তান রয়েছে। ২০২১ সালে যমজ সন্তান স্ট্রাইডার এবং আজুরের জন্ম দেওয়ার পর, এই নতুন সন্তানের আগমন তাদের পরিবারে এক নতুন আনন্দের সূচনা করেছে।

শিভন জিলিস, যিনি আগে মাস্কের সংস্থা নিউরোলিঙ্কে কাজ করতেন, ২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো মাস্কের সন্তানের মা হন।

Header Ad
Header Ad

৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়: আযম খান

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: ঢাকাপ্রকাশ

আগস্টের ৫ তারিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন। এই দিনটিকে ঐতিহাসিকভাবে সংরক্ষণে দেশের মানুষের জন্য আগামী ৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়। সেজন্য বিএনপিসহ রাজনৈতিক দলগুলো মানসিক এবং সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

আহমেদ আযম খান বলেন, আমরা যেমন ৫ আগস্ট ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়ে মুক্ত হয়েছি। তেমনি ৫ সেপ্টেম্বর যদি তফসিল ঘোষণা করা হয়- তাহলে দেশের মানুষ খুশি হবে। সেসময় আসতে এখনও প্রায় ৬ মাস বাকি রয়েছে। এরমধ্যেই প্রয়োজনীয় সংস্কার কাঠামোগুলো শেষ করা যাবে।

শনিবার (১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের বাসাইলের সাকসেস অ্যাকাডেমিক স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আযম বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, যেভাবে বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হচ্ছে- সে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যাতে সম্পন্ন হয় সেজন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত তিনটি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার আশায় অপেক্ষা করছে।

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তিনি বলেন, নতুল দলকে স্বাগত জানানোর জন্য আমাদের দল থেকেও প্রতিনিধি গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই দলসহ যে-সকল দল নির্বাচনে আসবে বা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে তাকেই আমরা স্বাগত জানাবো। তবে আমরা মনে করি সকল দল একত্র হয়ে আগাাম নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে।

তিনি আরও বলেন, দুই/একটি দল নির্বাচনের বিরোধিতা করছে। যারাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে- এতেই বোঝা যায় তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা মানুষের ভোটের অধিকারকে ভয় পায়।

এসময় কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ছানোয়ার খান নাঈমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি সোরহাব হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূরুল ইসলাম রবিন প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পবিত্র রমজানে হিংসা-বিদ্বেষ-সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার
১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক
৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়: আযম খান
জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী
খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে: প্রেস সচিব
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায়, প্রশ্ন নুরের
ভোট কারচুপিতে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনতে হবে : ফারুক
শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি করেছে আ'লীগ: আব্দুস সালাম
৪৫ দিনের মধ্যে শুরু হবে শেখ হাসিনার বিচার কাজ: চিফ প্রসিকিউটর
মেট্রোরেলের নতুন নির্দেশনা: রমজানে বহন করা যাবে ২৫০ মিলি পানি
চট্টগ্রামে 'ভুয়া পুলিশ' বলে এসআইকে মারধর ও ছিনতাই, গ্রেপ্তার ২
পল্লবী থেকে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার
জামিল আহমেদের কথা সব সত্য নয়, কিছু ডাহা মিথ্যা: ফারুকী
দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি: শাহজাদা  
ভারতীয়রা সীমান্ত আইন না মানলে বিজিবি আরো কঠোর হবে : ডিজি
রমজানে ঢাকায় ২৫টি স্থানে ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস
মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে খামারের মাছ চুরির অভিযোগ
রমজানে শপিংমল, বাস টার্মিনালে ছদ্মবেশে দায়িত্ব পালন করবে ডিবি সদস্যরা  
টাঙ্গাইলে সংস্কার দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি সুজনের