‘সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে’
বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপর বর্তমান সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে কারাগারগুলো ভরে ফেলাসহ বিএনপি নেতা-কর্মীদের নানাভাবে নানা কায়দায় হেনস্তা করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান শাসকগোষ্ঠী।’
সোমবার (৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এর উপর আওয়ামী দুঃশাসন ও কর্তৃত্ববাদী হিংস্রতায় দেশের মানুষ চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে। গণতান্ত্রিক শক্তির উপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্ররূপে আবির্ভূত হয়েছে। গোটা দেশটাই যেন আওয়ামী মগের মুল্লুকে রূপান্তরিত হয়েছে। তবে সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে।’
বিবৃতিতে বলা হয়; সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসানকে গ্রেপ্তার এবং পিরোজপুরে বিএনপি নেতা সোহেল মনজুর সুমন এর গাড়ী ভাঙচুর ও তাকে এক নম্বর আসামী করে জেলা বিএনপির সদস্য সচিব লাভলু গাজী সহ ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তৈরী করে মিথ্যা মামলা দায়ের সেটিরই নির্লজ্জ ধারাবাহিকতা।
বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের উপর নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়নেরই ইঙ্গিতবাহী।
আমি অবিলম্বে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান এর নিঃশর্ত মুক্তি এবং পিরোজপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
এমএমএ/