‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করছে যুবদল’
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে যুবদল। বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করা এবং জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি দলীয়করণ করার ব্যবস্থা পাকাপোক্ত করা অব্যাহত রেখেছে। সভা সমাবেশে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। সর্বশেষ সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার তারই দৃষ্টান্ত।
সোমবার (৩ এপ্রিল) নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগ আয়োজিত কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে টুকু বলেন, নিত্যপণ্যের মূল্য ক্রয়সীমার বাইরে চলে গেছে। অর্ধাহারে-অনাহারে জীবিকা নির্বাহ করছেন অনেকে। ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। জনগণের জীবন নরকে পরিণত হয়েছে। সবাই রাস্তায় নেমে আসতে শুরু করেছে। তাই সময়ক্ষেপণ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিন। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।
তিনি বলেন, রোজার দিনেও আমরা (বিএনপি) আমাদের কর্মসূচি নিয়ে মাঠে আছি। জনগণের স্বাধীনতা রক্ষার জন্য আমরা মাঠে আছি। আমরা মাঠে আছি গরিব মানুষের পক্ষে, আমরা মাঠে আছি এই সরকারের বিরুদ্ধে। আমরা চাই, এ দেশের মানুষ মাংস-মাছ না খেলেও যেন অন্তত ডাল-ভাত পেট ভরে খেতে পারে। দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারি- যে অঙ্গীকার নিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতার সুফল যেন দেশের ১৮ কোটি মানুষ ভোগ করতে পারে। এসময় তিনি সবাইকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় সহ সভাপতি রেজাউল করিম পল, সভা পরিচালনা করেন ঢাকা বিভাগীয় সহ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, সদস্য সাদিকুর রহমান সাদেক, মোন্তাজুর রহমান মন্তু, সাইদুর রহমান সোহেল, মহসিন হোসাইন বিদুৎ, মশিউর রনি, মো. হোসেন রাজু. সজল, সজীব, রফিক প্রমুখ।
এমএইচ/এসজি