‘ভারতকে খুশি রাখতে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে সরকার’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি
তিস্তা নদী থেকে নতুন করে আবার পানি প্রত্যাহারে ভারতের পশ্চিমবঙ্গে দুটি খাল কাটার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শুকনো মৌসুমে বাংলাদেশ অংশের তিস্তা বাস্তবে পানিশূন্য হয়ে পড়বে। তিস্তার পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যার বিষয়টি আমলে না নিয়ে যেভাবে আবার দুটো খাল কেটে শুকনো মৌসুমে পানি তুলে নেওয়ার আয়োজন চলছে তা ভারতের বন্ধুত্বের কোনো নমুনা নয়। বরং বাংলাদেশ ও তার জনগণের প্রতি বৈরী আচরণের শামিল।
সোমবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, এমনিতেই গজলডোবাসহ নানা স্থানে বাঁধ দিয়ে শুকনো মৌসুমে উজানে ভারতের একতরফা প্রত্যাহারে বাংলাদেশে তিস্তার পানিপ্রবাহ মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। এখন আবার অবশিষ্ট পানি প্রত্যাহত হলে বাংলাদেশে তিস্তা অঞ্চল কৃষিসহ গোটা অঞ্চল আরও বিপর্যয়ের সম্মুখীন হবে।
তিনি বলেন, টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে না পারা বর্তমান সরকারের বিরাট ব্যর্থতা। ভারতের প্রতি অনুগত নীতি অনুসরণের কারণেই এত বছরেও সরকার এই সংকটের সমাধান করতে পারেননি। ভারতকে খুশি রাখতে যেয়ে সরকার জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে আসছে।
অনতিবিলম্বে তিস্তার পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গে খাল কাটা বন্ধ করে জরুরি ভিত্তিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নিয়ে তিস্তাসহ অভিন্ন নদীর পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এমএইচ/এসজি
