বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়ে ‘নিশ্চুপ’ বিএনপি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়ে ‘নিশ্চুপ’ বিএনপি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে বিএনপির অভিমত জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কোনো প্রকার কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘গত সংবাদ সম্মেলনে আপনারা এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি একই জবাব দেব। এটা বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের কোনো আগ্রহও নেই। ব্যাখ্যাও দিতে চাই না।’

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গত ১৩ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, দেশের সমস্যা সমাধানে ব্যর্থ ও অক্ষম সরকারের পরিবর্তন চা বলেই বিরোধী দলের সভা-সমাবেশ-মিছিলে জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। মামলা, নির্যাতন অগ্রাহ্য করতে সাহসী হয়েছে এবং বিজয়ের লড়াইকে বেগবান করেছে। কিন্তু ক্ষমতাসীন দল বিরোধী দলের প্রতিটি কর্মসূচিতে সংঘাতের উসকানি দিচ্ছে। বিরোধী দল সচেতেনভাবে এসব প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছে।

তিনি বলেন, ‘আপনারা জানেন ইউনিয়নে পদযাত্রাকে বিভিন্ন জায়গায় ওরা বাধা দিয়েছে। তার অর্থ কী? আমাদের প্রত্যেকটি ইউনিয়নে নেতা-কর্মীরা এই কর্মসূচিতে রাস্তায় নেমেছে।

আওয়ামী লীগ যে পাল্টা শান্তি সমাবেশ করার কথা বলল, কয়টা ইউনিয়নে তারা শান্তি সমাবেশ করেছে? তারা তো শান্তি সমাবেশ করতে পারিনি। এই পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে যে, তারা দুর্বল, তারা দৈন্যদশায় পড়েছে এবং আবোল-তাবোল কর্মসূচি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান উপস্থিতি ছিলেন।

এমএইচ/এমএমএ/

 

Header Ad

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত: স্থলাভিষিক্ত হলেন ইসরায়েল কাটজ

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পারস্পরিক বিশ্বাসের ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করে এ বরখাস্তের আদেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, গ্যালান্টের বরখাস্তের সিদ্ধান্তটি কার্যকর হবে চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টা পর।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ইয়োভ গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাটজের স্থলাভিষিক্ত হবেন গিডিয়ন সার।

নেতানিয়াহুর পাঠানো সংক্ষিপ্ত চিঠির শেষে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্টের সেবার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দুই বছরের মধ্যে দ্বিতীয়বার গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হলো। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের মার্চ মাসেও গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু, যদিও এক মাসের মধ্যে তাকে পুনর্বহাল করা হয়।

২০২৩ সালের অক্টোবর মাসে দক্ষিণ ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার সময় গ্যালান্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তৎকালীন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও নানা বিতর্ক এড়িয়ে গাজা উপত্যকায় যুদ্ধে নেতৃত্ব দেন তিনি। এ সময়ে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে, যার ফলে ইসরায়েলি সেনাদেরও ব্যাপক হতাহত হওয়ার ঘটনা ঘটে।

নেতানিয়াহুর সাম্প্রতিক এই পদক্ষেপে ইসরায়েলের প্রতিরক্ষা ও কূটনৈতিক মন্ত্রণালয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Header Ad

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস

জস ইংলিস। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে দলটি। তবে এই সিরিজে দলের অধিনায়কত্ব কে করবেন সেটা তখন জানায়নি তারা। এবার জানা গেল আসন্ন এই সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন জস ইংলিস।

আগামী নভেম্বরের শেষের দিকে ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যস্ত থাকবে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটাররা। এই সিরিজের অস্ট্রেলিয়া দলে তাই টেস্ট ক্রিকেটারদের রাখা হয়নি। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনদের কেউই এই সিরিজে নেই।

টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক মার্শ এবং হেড বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে আছেন, সিরিজ চলাকালেও থাকবেন। এ ছাড়া মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় সময় কাটাচ্ছেন গ্রিন। তাদের অনুপস্থিতিতে দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পারা।

জস ইংলিস। ছবি: সংগৃহীত

ম্যাক্সওয়েল, স্টইনিসের মতো অভিজ্ঞরা থাকার পরও অজিদের নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেলেন ইংলিস। দলটিতে নেতৃত্ব পাওয়ার দৌড়ে যারা ছিলেন তাদের মধ্যে ম্যাক্সওয়েল ও শর্টেরই কেবল ঘরোয়া পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে।

বিগ ব্যাগ লিগে মেলবোর্ন স্টার্সকে কয়েক মৌসুম যাবত নেতৃত্ব দিয়ে আসছেন ম্যাক্সওয়েল। এদিকে গত মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন শর্ট। তবুও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অধিনায়কত্ব পেলেন ইংলিস।

এই ব্যাপারে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, ‘জস ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ, মাঠে অনেক সম্মানিত। এর আগে অস্ট্রেলিয়া এ দলকে নেতৃত্ব দিয়েছে, এই ভূমিকায় সে কৌশলগত সামর্থ্য ও ইতিবাচকভাবে দায়িত্ব পালন করবে।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দুই উইকেটে জিতেছে অজিরা। এই সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক কামিন্সসহ, স্টিভ স্মিথ এবং জস হ্যাজেলউড। এই ম্যাচেও নেতৃত্ব দেবেন ইংলিস।

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াড:

শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জস ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

Header Ad

'বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আগেভাগেই উষ্ণ অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পকে ‘বন্ধু’ উল্লেখ করে মোদি বলেছেন, ‘ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন।’

বুধবার (৬ নভেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ট্রাম্পকে 'বন্ধু' সম্বোধন করে তার সাথে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদি লিখেছেন, এই ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ।

মোদি আরও বলেন, আসুন আমাদের জনগণের উন্নতি, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমরা একসাথে কাজ করি।

এর আগে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে একটি অত্যাশ্চর্য বিজয়ে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। জীবনের দুটি প্রচেষ্টায় ঐতিহাসিক নির্বাচনে জয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে যাচ্ছেন এ রিপাবলিকান নেতা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।

ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ট্রাম্প। সেবার তিনি আমেরিকাকে ‘আবারও মহান করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি চলাকালীন ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরেছিলেন। তবে প্রায় দুই বছরের প্রচারের পরে ২০২৪ সালে আবারও ‘আমেরিকাকে আবারও মহান করুন’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত: স্থলাভিষিক্ত হলেন ইসরায়েল কাটজ
পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস
'বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি
প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান
শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৬টি গোডাউন সিলগালা ও জরিমানা
বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা
ভারতে পালানোর সময় বেনাপোলে ভোলার যুবলীগ নেতা আটক
রিপাবলিকান পার্টির 'নতুন তারকা' ইলন মাস্ক: ট্রাম্প
ঢাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসানোর নিষেধাজ্ঞা: চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস
যুক্তরাষ্ট্রের নির্বাচনে টানা চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী’
আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ
ধানমন্ডি থেকে আমির হোসেন আমু গ্রেপ্তার
নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
১৭ বছর পর আবারও শুরু হচ্ছে আফ্রো-এশিয়া কাপ
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
খোদ ইউনিয়ন পরিষদে বসে মাদক বিক্রি, ইউপি চেয়ারম্যান আটক