টানেলের নিচে দেশের গণতন্ত্র আটকা পড়েছে: ডা. জাফরুল্লাহ
টানেলের নিচে দেশের গণতন্ত্র আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, 'আমরা কর্ণফুলি টানেল হচ্ছে দেখতে পাচ্ছি আর টানেলের নিচে দেশের গণতন্ত্র আটকা পড়েছে।’
জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'গণতন্ত্র ধ্বংস করার মাধ্যমে উন্নয়ন করে আইয়ুব খান রেহাই পাননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনিও রেহাই পাবেন না। পদত্যাগ করুন। সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠা করুন। আপনাকে বাদ দেওয়া হবে না জাতীয় সরকারে আপনিও থাকবে।'
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির (কাজী জাফর) সাবেক মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরীর (লাহরী) স্মরণসভার আয়োজন করে জাতীয় পার্টি।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আপনার লক্ষণ ভালো না এখন ৪১ সালের স্বপ্ন দেখাচ্ছেন? আপনি আমাদের কথা বলতে দেন। এখন দেখছি লবিস্ট নিয়োগ করেছেন, মনে রাখবেন লবিস্ট নিয়োগ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে নৈতিক দায়িত্ব থেকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। অনাচার বন্ধ করুন।'
বিএনপিকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, 'সরকারের কাছে অনুমতি নিতে যাবেন না। সুষ্ঠু জবাবদিহিমূলক সরকার গঠনে গণতন্ত্র অর্জন করতে আন্দোলন করুন। আপনাদের জোট ও জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে দেশের পরিবর্তনে রাজপথে নামুন। করোনার অজুহাতে আন্দোলন বন্ধ করবেন না। ফেব্রুয়ারি মাসের মধ্যে হাইকোর্ট ঘেরাও করেন। তবেই আন্দোলনের মাধ্যমেই দেশ ও জাতি মুক্ত হবে।'
হাইকোর্টের বিচারকদের উদ্দেশে তিনি বলেন, 'ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দিন। খালেদা জিয়ার মতো নাগরিক ন্যায় বিচার না পেলে সাধারণ মানুষ ন্যায় বিচার কীভাবে পাবে? আইনকে স্বাভাবিক গতিতে চলতে দিন। বিচারপতি ইমান আলী সাহেব আপনার ছুটি নয়, পদত্যাগ করা উচিৎ ছিল।'
ফেব্রুয়ারিতে দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করবে উল্লেখ করে তিনি বলেন, করোনা যে হারে বাড়ছে দেশের মানুষের কপালে কী আছে তা বলা মুশকিল।'
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার স্মরণ সভায় সভাপতিত্ব করেছেন।এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন প্রমূখ।
এমএইচ/এসএন