নওগাঁয় স্থগিত হওয়া বিএনপির সমাবেশ ১৩ জানুয়ারি
নওগাঁয় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১৩ জানুয়ারি জেলা বিএনপির জনসভা। এই জনসভাকে জনসমুদ্রকে পরিণত করার পরিকল্পনা করেছে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠন। তাই জেলার প্রতিটি ইউনিটির উদ্যোগে চলছে ব্যাপক প্রচারণা।
জেলা বিএনপি সুত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবিতে ১৩ জানুয়ারি জেলা বিএনপি শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠে বেলা ১১টায় অনুষ্টিত হবে জনসভা।
জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহবায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু,সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং ওবায়দুল হক চন্দন।
জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ জানান, ইতোমধ্যে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমতি চাওয়া হয়েছে। আশা করি জনসভা সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন হবে। মানুষ চায় বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা। ইতোমধ্যে বিএনপিসহ দেশবাসীর পক্ষ থেকে বিদেশে নিয়ে দেশনেত্রী বেগম জিয়াকে সুচিকিৎসার দাবি জানানো হয়েছে। এই যৌক্তিক দাবি সরকার মানছে না। যা অমানবিক। তাই জনসভায় বিপুল সমাগম হবে আশা করি।
বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি জানিয়েছেন, বিভিন্ন উপজেলা থেকে ব্যাপক লোকজন জনসভায় উপস্থিত হবেন। আমরা ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে কর্মীসভা ও প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশাকরি ১৩ জানুয়ারির জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে। মানুষ বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালবাসেন। জনসভায় তা প্রমাণ হবে।
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জানিয়েছেন, ১১টি উপজেলা থেকে অন্তত ৫০ হাজার মানুষ জনসভায় উপস্থিত হবে এমনটা আশাবাদী। জনসভা সফল করতে নওগাঁ জেলার ৯৯টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করা হচ্ছে। এতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। পৌরসভায় প্রতিটি ইউনিটে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
দীর্ঘদিন পরে বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নেওয়ায় ইতোমধ্যে আরও চাঙ্গা হয়েছে নেতাকর্মীরা। জনসভার শৃংখলা রক্ষায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে।
এর আগে গত ২৮ ডিসেম্বর সকালে একই স্থানে একই সময় বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগের সভা আহ্বায়ন উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে নওগাঁ সমগ্র পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। সেই আদেশে গত ২৭ ডিসেম্বর বেলা ৩টা থেকে ২৯ ডিসেম্বর বেলা ৩টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বলবৎ করা হয়। এর পরই সমাবেশ স্থগিত করার ঘোষণা দেয় জেলা বিএনপি।
এসআর/এএন