যুবদল সভাপতি টুকুকে গ্রেপ্তার নিয়ে যা বলছে পুলিশ

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার দেখিয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম কমিশনার (দক্ষিণ) সঞ্জিত কুমার রায়।
তিনি বলেন, শনিবার (৩ ডিসেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে।
এর আগে বিএনপি অভিযোগ করে, সাভারের আমিনবাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন।
কেএম/আরএ/
