বিএনপি ক্ষমতায় গেলে পুরো দেশ গিলে ফেলবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর আগে বিএনপি দেশের রিজার্ভ, অর্থনীতি ও মুুক্তিযুদ্ধের ইতিহাস খেয়ে ফেলেছিল। তারা আবার ক্ষমতায় গেলে পুরো দেশ গিলে ফেলবে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে? ফখরুল সাহেব মিটিংয়ের মধ্যে থাকেন, একটু রুমে গিয়ে টেলিভিশনও দেখুন। ঢাকার ছবিও দেখুন, রংপুরের ছবিও দেখুন। আপনারটা দেখুন, আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নেই। দেখাবো পলোগ্রাউন্ডে। পলোগ্রাউন্ডে ৪ ডিসেম্বর শেখ হাসিনা যাবেন। ১০ লাখ সেদিন দেখাবো। আপনার দশ লাখ মুখে বলছেন আমরা বাস্তবে দেখাব। আপনাদেরটা বাস্তবে সত্য না। খেলা হবে, খেলা হবে। আন্দোলনে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তাদের সেঙ্গে খেলা হবে। খেলা হবে ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। খেলা হবে নির্বাচনের মধ্যে। টাকা উড়ে আকাশে, টাকা উড়ে বাতাসে। টাকা উড়ে পাড়ায়, টাকা উড়ে মহল্লায়। টাকার খেলা হবে না। বিএনপি সাম্প্রদায়িক বিষফোঁড়া বিএনপির হাতে দেশ নিরাপদ না। তাদের হাতে গণতন্ত্র নিরাপদ না। যাদের হাতে স্বাধীনতা নিরাপদ না, যাদের হাতে মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ না তাদের সঙ্গে খেলা হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রস্তুত আছেন। তারা রিজার্ভের কথা বলে। বিএনপির সময় ৪ বিলিয়নও ছিল না। চ্যালেঞ্জ করে বলছি এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব। তাদের সময় ৪ বিলিয়ন ডলারও ছিল না। শেখ হাসিনা ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছেন। আজকে বিশ্ব সংকট, বৈশ্বিক সংকটের জন্য রিজার্ভ ৩৬ বিলিয়ন এসেছে। তারপরও ৪ বিলিয়নে যায়নি। রিজার্ভ বিএনপি খেয়ে ফেলেছে। বিএনপি এই দেশের অর্থনীতি গিলে খেয়েছে। বিএনপি এদেশের মুক্তিযুদ্ধের মূলনীতি গিলে খেয়েছে। বিএনপি এদেশের স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে। এবার যদি ক্ষমতায় যেতে পারে বিএনপি দেশ শুদ্ধ গিলে ফেলবে। বিএনপি থেকে সাবধান। বিএনপি থেকে সাবধান। বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান। সাবধান থাকতে হবে না? দেখেন না কি রকম মার মুখো। মনে হয় কামড়াবে। তারা মরণ কামড় দিয়েছে। মরণ কামড় আর দিলেও হবে না।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদ এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- সালমান ফজলুর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
এসএম/আরএ/