‘শেখ হাসিনার হাত শক্তিশালী হলে বাঁচবে দেশ’
শেখ হাসিনার হাত শক্তিশালী হলে দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
রবিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা আন্দোলনের নামে রাজপথ দখলের হুমকি দিয়ে নাশকতা করতে চান তাদের বলি, আওয়ামী লীগের একটি কর্মী বেঁচে থাকতে তাদের নাশকতা এই বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দিব না।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, প্রতিটি ওয়ার্ডে সম্মেলন করে দলকে শক্তিশালী করেন। আর দল যদি শক্তিশালী হয় তাহলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। শেখ হাসিনার হাত শক্তিশালী হলে দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে। তা না হলে এই বাংলার মানুষ আবারও শোষণ নির্যাতনের শিকার হবে। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে আজ দেশের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে আজ নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন কোনো অপশক্তি রাজনীতির নামে অপরাজনীতি করতে না পারে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, সদর পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান প্রমুখ।
দলীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৮ এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসজি