সাজেদা চৌধুরীর মৃত্যুতে কাদের সিদ্দিকীর শোক
বর্ষীয়ান রাজনীতিক, সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
সোমবার (১২ সেপ্টেম্বর) শোকবার্তায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং পঁচাত্তরে ঘাতকের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর সৈয়দা সাজেদা চৌধুরীর দৃঢ়তার কথা জাতি চিরকাল স্মরণ রাখবে।’
কাদের সিদ্দিকী আওয়ামীলীগ ছেড়েছেন কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ছাড়েননি রাজনৈতিক মতপার্থক্যের কারণে আওয়ামী লীগ ছেড়ে আসার পরও বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্পর্কে সাজেদা চৌধুরীর এ মন্তব্যেও কথা স্মরণ করে তিনি বলেন, ‘ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল এমন রাজনীতিক বর্তমান সময়ে বিরল।’
তিনি সৈয়দা সাজেদা চৌধুরীর মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম নিজেও অসুস্থ হয়ে ৭ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশদ্যিালয়ের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন আছেন।
এমএমএ/